
জাতীয়
শ্রীনগরের আসল পিস্তল কিনা তা দেখাতে গিয়ে কাঠ মিস্ত্রিকে মাদক ব্যবসায়ীর গুলি
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১০:৩৬ অপরাহ্ণ | 457 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে আসল পিস্তল কিনা তা দেখেতে গিয়ে এক কাঠ মিস্ত্রিকে গুলি করেছে মাদক ব্যবসায়ী। গুলি বিদ্ধ কাঠ মিস্ত্রি শান্ত রাজবংশীকে(২৩) আহত অবস্থায় সেখানে উপস্থিত দুই যুবক হাসপাতালে নিয়ে যায়। বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘড়া এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানাগেছে, বাঘড়া বাজার সংলগ্ন ইকবালের কাঠের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন কাঠমিস্ত্রি শান্ত রাজবংশী। এসময় পশ্চিম বাঘড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ইয়াছিন (১৮) একটি পিস্তল নিয়ে সেখানে আসে। ইয়াছিন আগে শান্তর সাথে কাঠ মিস্ত্রির কাজ করায় তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। এর সূত্র ধরে অস্ত্রটি দেখিয়ে শান্তর সাথে খুনসুটি শুরু করে এবং এক সময় তা ভয়ভীতিতে রুপ নেয়। শান্ত পিস্তলটি আসল কিনা জানতে চাইলে ইয়াছিন সেটি প্রমাণ করতে গিয়ে গুলি চালিয়ে দেয়। গুলিটি সরাসরি শান্তর উরুতে লাগে।
এসময় সেখানে থাকা অপর দুই কাঠমিস্ত্রি সুজন (২৪) ও রাব্বি (১৮) ঘটনাটি দেখে ফেলে। এসময় ইয়াছিন আহত শান্তকে দ্রুত ঢাকা জেলার দোহার উপজেলার ফুলতলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে শান্তর উরু থেকে গুলি বের করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াছিন আগে কাঠমিস্ত্রির কাজ করলেও গত দুই বছর ধরে সে এলাকায় পরিচিত মাদক ব্যবসায়ী জসিম বাহিনীর হয়ে কাজ করে আসছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, গুলিবিদ্ধ শান্ত রাজবংশীকে থানায় আনা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে। অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ। এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য