
শ্রীনগর
শ্রীনগরের ভাগ্যকুলে বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগ
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ | 23 বার পড়া হয়েছে



স্টাফ রিপোর্টারঃ শ্রীনগর উপজেলার ভাগ্যকুলে এক বালু ব্যবসায়ীর কাছে চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও মোকার দোকান এলাকার বালু ব্যবসায়ী কামাল খান (৩৫) তার কাছে চাঁদা দাবীর অভিযোগে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শুক্রবার রাতে তিনি বাদী হয়ে শ্রীনগর থানায় অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, মধ্য কামারগাঁও গ্রামের আউয়াল খাঁনের ছেলে কামাল খাঁন মোকার দোকানের পাশে বালুর ব্যবসার গদি রয়েছে। সে ভিটি বালু সাপ্লাই করে থাকেন। একই এলাকার নাসির শেখের ছেলে শাওন ও তার ভাইয়েরা গত ১২ মার্চ দুপুরের দিকে রহস্যজনক কারণে কামাল খানের বালুর ট্রলি আটক করে রাখে। কয়েক ঘন্টা পর ট্রলি ছেড়ে দেওয়া হয়। কামাল খাঁন বলেন, কিছুদিন আগে শাওন খান আমাকে বালু ব্যবসা ও ট্রলি বন্ধের ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা নেয়। এখন ২ লাখ টাকা চাঁদা চায়। দিতে রাজি না হলে গত ১৩ মার্চ আমার বালুবাহী ট্রলি আটক করে রাখার কয়েক ঘন্টা পর ছাড়ে। এর পর দিন আমাদের বাড়ির সামনে রাস্তায় শাওনকে দেখে ট্রলি আটকের বিষয়ে জানতে চাই। এতে শাওনের মা আমাকে গালিগালাজ করে হুমকি ধামকি দেয়। উপায় না পেয়ে গত শুক্রবার রাতে মধ্য কামারগাঁও গ্রামের শাওন শেখ (২৫), রাসেল শেখ (২৭), সাজ্জাত হোসেন (২৩) ও নাসির শেখের (৫০) বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি।
এই বিষয়ে শাওন শেখের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ওই দিন ট্রলি আটক করেছিলাম ঠিক। সড়কে ট্রলির কারণে যেন কোন দুর্ঘটনা না ঘটে। আমার বিরুদ্ধে আনীত চাঁদার অভিযোগটি সত্য নয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমদ জানান, এই বিষয়ে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।




শ্রীনগর থেকে আরও পড়ুন



শ্রীনগর সর্বাধিক পঠিত

মন্তব্য