জাতীয়

বালাশুর প্লাটুনের উদ্যোগে উদযাপিত হলো বিক্রমপুর পিঠা উৎসব

শ্রীনগর পোস্ট ডেস্ক

শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১:৩৩ অপরাহ্ণ | 862 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ বালাশুর প্লাটুনের উদ্যোগে বিক্রমপুর পিঠা উৎসব উদযাপিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বালাশুর এলাকায় বিক্রমপুর যাদুঘর (জমিদার যদুনাথ রায়ের বাড়ি) প্রাঙ্গনে এই পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের উদ্বোধন করেন স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের সাবেক আঞ্চলিক প্রধান ডা. মোজাহেরুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।

শাখাওয়াত হোসেন শাহাদাতের সভাপতিত্বে ও ইলিয়াস খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথী বৃন্দ কেক কেটে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করেন। উৎসবে উপস্থিত হয়ে দ্যুতি ছড়ান জাতীয় অধ্যাপক ও স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ খান, জাতীয় স্বাস্থ্য আন্দোলনের সভাপতি ও অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. রশিদ-ই-মাহবুব, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের শ্রীনগর শাখার সভাপতি ডাঃ মালেক ভূইয়া,শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি আরিফ হোসেন,শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু জাফর আহমেদ মুকুল, ইমপিরিয়াল কলেজের উপাধ্যক্ষদেলোয়ার হোসেন মৃধা, ব্যাংকার ও লেখক মুজিব রহমান, রাঢ়ীখাল ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ।

বিক্রমপুর পিঠা উৎসবে ২০টি স্টলে বিক্রমপুরের বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে স্টলগুলো ছিল বেশ প্রাণবন্ত। মেলায় স্বাস্থ্যসেবার অংশ হিসেবে আল-সিফা হাসপাতাল বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে এবং রক্তের বন্ধন সংগঠন বিনামূল্যে রক্ত পরীক্ষা আয়োজন করে। বিকেলে ঐতিহ্য বিকাশ সাংস্কৃতিক মঞ্চের খুদে শিল্পীরা মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় মাতিয়ে তোলে উৎসবকে। তাঁদের নাচ, গান ও আবৃত্তি দর্শকদের আনন্দে দেয়। এছাড়াও, ব্রাইটন হোপ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা দিনব্যাপী গান, কবিতা ও আবৃত্তিতে মেলায় ভিন্ন মাত্রা যোগ করে।

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ