ঢাকা, মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

অপরাধনামা

শ্রীনগরে টাকার লোভে সিঙ্গাপুর প্রবাসী রমজানকে অপহরণের পর হত্যা করা হয়

আরিফ হোসেন

মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ণ | 1252 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ শ্রীনগরে টাকার লোভে অপহরণের পর সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীকে গলায় রশি পেচিয়ে হত্যা করা হয়। হত্যার পর লাশ নৌকায় উঠিয়ে গুম করতে নেওয়ার সময় নৌকা ডুবে যায়। দুইদিন পর লাশটি খালে ভেসে উঠে।ভাসমান লাশ উদ্ধারের ৪দিন পর তিন জনকে গ্রেপ্তার করে শ্রীনগর থানা পুলিশ।এদের মধ্যে অপহরণ ও হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিম খান(৩৬)গত রবিবার মুন্সীগঞ্জ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জাবানবন্দি প্রদান করেছে। বাকী আসামী শাহিন প্রধান(২২) ও রনি(৩৫)কে সোমবার দুপুরে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

জানাগেছে, শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের মাজেরহাটির সিরাজুল ইসলাম খোকা মুন্সীর ছেলে রমজান মুন্সী(৩৯)অনেকদিন ধরে সিংগাপুর প্রবাসী। প্রায় দুই মাস আগে সে দেশে এসে দেউলভোগ ব্রিজের পাশে তার ক্রয়কৃত জায়গায় বহুতল ভবন নির্মানের প্রস্তুতি শুরু করেন। এসময় তার প্লটের পাশের মালিক মুক্তার মাঝির ছেলে ইভান জায়গা দাবী করে লোকজন নিয়ে কয়েকবার বাধা দেয়। রমজানের পূর্ব পরিচিত দেউলভোগ এলাকার কানু খানের ছেলে ওয়াসিম সহ কয়েকজন মিলে বিষয়টি দশ লাখ টাকায় মিমাংসা করে দেয়। রমজান মুন্সী দশ লাখ টাকা ইভানকে দিলে সে না দাবী দলিল করে দিবে বলে সিদ্ধান্ত হয়। গত ২৪ নভেম্বর রাত দশটার দিকে ওয়াসিম ফোন করে পরদিন সকালে রমজান মুন্সীকে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে বলে দেউলভোগ আসতে বলে।

ওয়াসিমের নানা বাড়ী রমজান মুন্সীর পাশের বাড়ি হওয়ায় ছোট বেলা থেকেই তাদের সখ্যতা ছিল। একারণে ওয়াসিমের উপর ভরসা করে রমজান মুন্সী ২৫ নভেম্বর বেলা ১১ টার দিকে দেউলভোগ মোড়ে ওয়াসিমদের বিল্ডিংয়ের সামনে আসে। এসময় ওয়াসিম তার মালিকানাধীন দেউলভোগ বাজারে পরিত্যাক্ত বিএসডিসি বীজাগারের অটোগ্যারেজে নিয়ে যায়। সেখানে গিয়ে রমজানের কাছে টাকা দাবী করে। রমজান জমি লিখে দিতে রেজিস্ট্রি অফিসে যেতে বলে। এতে ওয়াসিম ক্ষিপ্ত হয়ে রৌদ্রমুর্তি ধারণ করে এবং তার গ্যারেজের ম্যানেজার শাহিন,অটোচালক রনি ও রিয়াজ সহ রমজান মুন্সীকে একটি অটোরিক্সার ভিতরে বেঁধে ফেলে। একপর্যায়ে তার মুখে কসটেপ লাগিয়ে বেধরক পেটানো হয়। এসময় রমজান মুন্সী গোঙ্গানির মতো শব্দ করতে থাকলে ওয়াসিম তার গলায় রশি পেচিয়ে গ্যারেজ থেকে বের হয়ে আসে। গ্যারেজের অন্য অটোচালকদের থেকে আড়াল করতে রমজানকে রাখা অটোর সামনে বেশ কয়েকটি অটোরিক্সা রেখে দেওয়া হয়। ৩ টার দিকে রমজানের কোন সারা শব্দ না পেলে দেখা যায় সে মারা গেছে। রাতে ওয়াসিম,শাহিন,রনি,রিয়াদ মিলে রমজানের জামা কাপড় খুলে লাশ বস্তায় ভরে পাশের খালের একটি নৌকায় উঠায়। লাশটি গুম করার জন্য নৌকা নিয়ে রওনা হলে উপজেলা পরিষদের পাশের ব্রিজের কাছে এসে তা ডুবে যায়। এসময় লাশ রেখেই তারা তীরে উঠে এসে যে যার মতো চলে যায়।

গত ২৭ নভেম্বর হাত-পা বাধা অবস্থায় রমজান মুন্সীর লাশটি শ্রীনগর উপজেলা পরিষদ থেকে প্রায় পাচশ গজ উত্তরে খালে ভেসে উঠে। এঘটনায় গত ২৯ নভেম্বর রমজান মুন্সীর স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তকারী অফিসার শ্রীনগর থানার এসআই হামিম মোঃ তারেক অভিযান চালিয়ে ঢাকার কদমতলী এলাকা থেকে ওয়াসিমকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার ছনবাড়ি থেকে শাহিন ও দেউলভোগ এলাকা থেকে রণিকে গ্রেপ্তার করা হয়। শাহিনের বাড়ি যশোরের কোট চাঁদপুরে। সে পরিবার নিয়ে পাটাভোগ এলাকায় ভাড়া থাকতো। অপরদিকে রণির স্থায়ী কোন ঠিকানা নেই। সে দেউলভোগ আমির এলাকায় বিয়ে করে সেখানেই ভাড়া বাড়িতে থাকতো। হত্যাকান্ডে অংশ নেওয়া রিয়াজকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

দ্রুততম সময়ে আসামীদের গ্রেপ্তার করায় রমজান মুন্সীর পরিবারের লোকজন মামলাটির তদন্তকারী কর্মকর্তা সহ শ্রীনগর থানার অফিসারের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন বলেন, আমরা দৃষ্টান্ত মূলক বিচার দেখতে চাই। এর সাথে আরো যারা জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হউক।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, দ্রুততম সময়ে ক্লুলেস রমজান মুন্সী হত্যা কান্ডের সাথে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে রহস্য উদঘাটন করা হয়েছে। আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

মন্তব্য

অপরাধনামা থেকে আরও পড়ুন

আরও খবর

অপরাধনামা সর্বাধিক পঠিত

শিরোনাম:
আদর্শ ডিগ্রি কলেজে বিজয় দিবস উদযাপন শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন শ্রীনগরে যুবলীগ নেতার ফিলিং স্টেশনের ট্যাংক থেকে শিশু জুনায়েদের লাশ উদ্ধার মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সদরঘাট যুব ব্যবসায়ী কল্যান পরিষদের মিলন মেলায় মুখরিত পয়শা উচ্চ বিদ্যালয় বাগেরহাট সদর পিএফজি’র  সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরে দুর্বৃত্তদের চিনে ফেলায় অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ রাজাপুর পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরে টাকার লোভে সিঙ্গাপুর প্রবাসী রমজানকে অপহরণের পর হত্যা করা হয় শ্রীনগরে মধ্য হাঁসাড়া স্কুলের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান এক্সপ্রেসওয়েতে সাহেদাকে গুলি করে হত্যাকারী তার প্রেমিক অস্ত্র সহ গ্রেপ্তার শ্রীনগরের এক্সপ্রেসওয়ে থেকে এক অজ্ঞাতনামা ভবঘুরে নারীর লাশ উদ্ধার শ্রীনগরে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যুঃঘাতক বাসটি ভাঙ্গা থেকে আটক শ্রীনগরে রমজান মুন্সী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর সিংগাপুর প্রবাসীর হাত-পা বাধা ভাসমান লাশ উদ্ধার শরণখোলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে মীর সরফত আলী সপু’র লিফলেট বিতরণ শ্রীনগরে বিএনপির বিক্ষোভের মুখে পুলিশী পাহাড়ায় সভা ছেড়ে গেল ইউপি চেয়ারম্যানরা মোংলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু মোড়েলগঞ্জ পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরের তপন ঘোষের ঝুলন্ত লাশ আখাউড়ার সিমান্ত থেকে উদ্ধার শ্রীনগরে ১৮ পিস ইয়াবা সহ যুবদলের যুগ্ন আহবায়ক ও তার সহযোগী আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রীনগরে র‌্যালি,পথ সভা শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য হলেন আওলাদ হোসেন উজ্জল নিখোঁজ মাকে ফিরে পেতে ছেলের আকুতি কাদিয়ানীদেরকে রাষ্টীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে-খতমে নবুওয়াত সংরক্ষন কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পুলিশ পরিচয়ে ডাকাতিঃ গ্রেপ্তার ৬ শ্রীনগরে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন