জাতীয়
শ্রীনগরে বিএনপির বিক্ষোভের মুখে পুলিশী পাহাড়ায় সভা ছেড়ে গেল ইউপি চেয়ারম্যানরা
আরিফ হোসেন
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ | 429 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ দাবীতে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদে বিএনপির নেতা কর্মীদের প্রতিবাদের মুখে পুলিশী পাহাড়ায় মাসিক সমন্বয় সভা ছেড়ে যায় উপস্থিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। এসময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নেতা কর্মীদের নিবৃত করেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধা।
বেলা ১১ টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মসিক সমন্বয় সভা চলছিল। এসময় বিএনপি ও অংগ সংগঠনের প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপজেলা চত্তরে উপস্থিত হন। সেখান থেকে বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বিএনপি,যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে প্রবেশ করে হাসিনা সরকারের অবৈধ ভোটে নির্বাচিত ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অপসারণ দাবী করেন। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন তাদের কথা শুনেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হাবীব,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী,শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি তো তাজুল ইসলাম, যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন জেমস,সদস্য সচিব মামুনুর রশিদ,সেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ,সদস্য সচিব রজিন, ছাত্রদলের সভাপতি শুভ সহ বেশ কয়েকজন সেখানে উপস্থিত ছিলেন। পরিস্থিতি আচ করতে পেরে সভা থেকে বেশ কয়েকজন চেয়ারম্যান আগেই বেরিয়ে যান। বাকীরা বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মৃধার সহায়তায় ও পুলিশী পাহাড়ায় সভা থেকে বের হয়ে আসেন। গাড়ীতে উঠার সময় উপস্থিত বিএনপির নেতাকর্মীরা নানা রকম স্লোগান দিয়ে তাদের ক্ষোভ ঝারতে থাকেন। কেউ কেউ চেয়ারম্যানদেরকে নাজেহাল করার জন্য এগিয়ে আসলে বিএনপির বেশ কয়েকজন তাদের নিবৃত করেন। পরে চেয়ারম্যানদের মধ্যে শুধু মাত্র শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলামতে নিয়ে আইন শৃংখলা কমিটির সভা ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা শেষ হয়।
মন্তব্য