
জাতীয়
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উদযাপন
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৪:৪৯ অপরাহ্ণ | 897 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,আলোচনা সভা ও দোয়া মহফিলের আয়োজন করে।
রবিবার বেলা ১১ টার দিকে জেলা পরিষদ মার্কেটের দ্বিতীয় তলায় দলটির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ ভূইয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপ কমিটির সহ সম্পাদক মাকসুদ আলম ডাবলু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম,যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম মামুন,প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন, যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন,সাধারণ সম্পাদক নেছার উল্লাহ সুজন, সেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার,কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম ডালু,আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম একুল খান,মনির হোসেন মিটুল,আক্তার হোসেন মিন্টু,গোপী নাথ,সিরাজুল ইসলাম,সাব্বির শেখ সহ উপজেলার ১৪টি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে দলটির পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য