জাতীয়
মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মহিউদ্দিন আহমেদকে শ্রীনগরে গনসংবর্ধনা
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৫২ অপরাহ্ণ | 1154 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: মুন্সীগঞ্জ-১ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদকে শ্রীনগরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকালে শ্রীনগর স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মসিউর রহমান মামুনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মহিউদ্দিন আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূইয়া, সাবেক উপদেষ্টা মোঃ আজিজুল ইসলাম, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য ও কোলাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মাহবুব উল্লাহ কিসমত, কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল,কেন্দ্রীয় যুবলীগের সদস্য আনিছুর রহমান রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মোঃ আলমগীর, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মামুন,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক নিশাত শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন,যুগ্ন-সাধারণ সম্পাদক মো. অনিক ইসলাম,উপজেলা ছাত্র লীগের সভাপতি শাওন খান সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ।
মন্তব্য