জাতীয়
মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ৫:০২ অপরাহ্ণ | 12 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: মুন্সীগঞ্জ-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী শ্রীনগর-সিরাজদিখানে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার নিমতলায় একটি চাইনিজ রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় তিনি তার নির্বাচনী এলাকায় সার্বিক উন্নয়ন ও কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন।
মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন রাজী মুন্সীগঞ্জ-১ আসনে প্রার্থী হিসাবে তার ইসতেহার তুলে ধরে বলেন এটাই চুড়ান্ত নয়। কারো কাছ থেকে ভাল পরামর্শ পেলে তিনি তা ইসতেহারে যুক্ত করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আসনে সংখ্যা লঘু ভোটারদের নিরাপত্তার,মুক্তিযোদ্ধাদের বিষয়ে করনীয় সহ নানা বিষয় তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য খিদির আব্দুস সালাম, সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কবির হোসেন, জেলা কর্ম পরিষদের সদস্য মো. মুজিবুর রহমান, শ্রীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. নুরজামান মীর। সভা সঞ্চালনা করেন সিরাদিখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মো. ওয়াসিম মিয়া।
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য