
জাতীয়
শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২২ অপরাহ্ণ | 2481 বার পড়া হয়েছে



স্টাফ রিপোর্টারঃ শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের সামনের এলাকায় অভিযান চালিয়ে গত রবিবার রাতে(৭ সেপ্টেম্বর) ৩টি আগ্নেয়াস্ত্র, ১৩ রাউন্ড এ্যামোনিশন (গুলি) সহ ৪ জনকে গ্রেফতার করেছে র্যাব। চার জনের মধ্যে গোলামা মাওলা কায়েস শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অভিযানে তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গত সোমবার (৮ সেপ্টেম্বর) র্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি উত্তরা, বনানী, মোহাম্মদপুর, বনশ্রী, তেজগাঁও, যাত্রাবাড়ীসহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের মহড়া এবং সাধারণ মানুষের ওপর সশস্ত্র হামলার ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আধিপত্য বিস্তার দ্বন্দ্বের জেরে সশস্ত্র ব্যক্তিরা জনবহুল সড়ক, বাজার কিংবা আবাসিক এলাকায় নির্বিচারে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করছে। এসব অপরাধ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের গোয়েন্দা ও অভিযানিক দল অভিযান পরিচালনা করে আসছে। পাশাপাশি বিশেষ চেকপোস্ট পরিচালনা করে গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় রোববার রাতে উত্তরা ডিএমপি, ঢাকার খিলক্ষেত থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ফুটওভার ব্রিজের নিচে ঢাকা রিজেন্সি হোটেল এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় মো. গোলাম মাওলা কায়েস (৫৭), মো. নাসিম রেজা (৩০), মো. আবুল কালাম আজাদ (৪০), মো. পিয়ার হোসেনকে (৪২) গ্রেপ্ততার করা হয়।
এ সময় তাদের ব্যবহৃত মাইক্রোবাস তল্লাশি করে ১টি পিস্তল (দেশী আগ্নেয়াস্ত্র), ১টি ম্যাগাজিন, ১১ রাউন্ড এ্যামুনেশন (গুলি), ২টি ওয়ান শ্যুটারগান (দেশী আগ্নেয়াস্ত্র), ২টি কার্তুজ, ১টি মাইক্রোবাস, ১টি চাবি, ৪টি মোবাইল ফোন, ৪টি সিম কার্ড, নগদ-৪২০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত গোলাম মাওলা কায়েস শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। তার বাড়ি ওই ইউনিয়নের দক্ষিন কোলাপাড়া গ্রামে।
গোলাম মাওলা কায়েসের গ্রেপ্তারের বিষয়ে কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেনের কাছে জানার জন্য ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
সূত্রঃ জাগো নিউজ,দৈনিক যুগান্তর,আজকের পত্রিকা




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য