
জাতীয়
শ্রীনগরে ৬৫ বছরের প্রতিবেশী চাচার বিরুদ্ধে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫, ৫:৪০ অপরাহ্ণ | 403 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগরে হিন্দু সম্প্রদায়ের ৫ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের দায়ে ৬৫ বছরের প্রতিবেশী চাচার বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা দায়ের করা কয়েছে। বুধবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন।
জানাগেছে, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের নিমাই মন্ডল নামে এক প্রতিবেশী চাচা বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে শিশুটির সাথে সখ্যতা গড়ে তোলে। গত ২২ জুন দুপুরে নিমাই মন্ডল পাশর্^বর্তী একটি নির্মানাধীন বিল্ডিংয়ে নিয়ে ধর্ষণের উদ্দেশ্যে শিশুটিকে যৌন নিপীড়ন করে। পরে ব্যাথায় কাতর হয়ে শিশুটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। পরিবারের লোকজন শিশুটির কাছে জানতে চাইলে সে সবকিছু খুলে বলে। তাৎক্ষনিক ভাবে শিশুটিকে ঢাকায় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শিশুটি কিছুটা সুস্থ্য হলে ওই এলাকার গন্যমান্যদেরকে বিষয়টি জানানো হয়।ঘটনাটি জানাজানি হওয়ায় মঙ্গল মন্ডলের ছেলে নিমাই মন্ডল গা ঢাকা দেয়।
বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন বলেন,তিনি ঢাকায় রয়েছেন।স্থানীয়রা তাকে বিষয়টি জানিয়েছে। শিশুটির পরিবারকে থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে যৌন পীড়নের অভিযোগে মামলা দায়ের করেছেন। আসামীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য