জাতীয়
সিরাজদিখানে ভাওয়াল বাড়ি শিব মন্দিরে ১৪০ বছর ধরে পুজা চলে আসছে
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ৫:৩১ অপরাহ্ণ | 46 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ সিরাজদিখান উপজেলার জিবসরা গ্রামের ভাওয়াল বাড়ি শিব মন্দিরে প্রায় ১৪০ ধরে পুজা চলে আসছে। সোমবার দুপুরে মন্দিরটিতে গিয়ে দেখা যায় অনেক পুন্যার্থী পুজা দেওয়ার জন্য অপেক্ষা করছেন। নারায়নগঞ্জ থেকে পরিবার পরিজন নিয়ে পৈত্রিক বাড়ির এই মন্দিরে পুজা দিতে এসেছেন পরিতোষ ভাওয়াল (৭৪)। তিনি জানান, ছোট বেলা থেকেই তাদের এই মন্দিরে তারা পুজা দিয়ে আসছেন। বংশপরম্পরায় প্রায় ১৪০ বছর ধরে এই মন্দিরে পুজা চলে আসছে।
মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুরুজ দাস বলেন, প্রতি সোমবার মন্দিরে পুজার আয়োজন করা হয়।
কোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিমল দাস জানান,অনেকেই দুর দুরান্ত থেকে এখানে পুজা দিতে আসে। এই মন্দিরে প্রায় ১৪০ বছর ধরে পুজা চলে আসছে।
মন্তব্য