জাতীয়
এক্সপ্রেসওয়েতে বাস থামিয়ে ২ জনকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নেওয়ার অভিযোগ
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ১০:১৪ অপরাহ্ণ | 204 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে হায়েস গাড়ি দিয়ে ব্যারিকেট তৈরি করে আরাম পরিবহনের অফিস স্টাফ ও অজ্ঞাত এক যাত্রীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাত সোয়া আটটার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
আরাম পরিবহনের চেয়ারম্যান শাহে আলম জানান, আরাম পরিবহনের একটি বাস ঢাকা থেকে দোহার যাচ্ছিল। রাত সোয়া আটটার দিকে এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় আসলে সাদা রংয়ের একটি হায়েস ( ঢাকা মেট্রো চ ১২-৮৬৩৯) সামনে এসে ব্যারিকেট দেয়। এসময় আইন শৃংখলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে বাসে উঠে আরাম পরিবহনের অফিস স্টাফ আল আমিন ও অজ্ঞাত এক যাত্রীকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে মাওয়ার দিকে চলে যায়। তিনি আরো জানান, আমরা র্যাবের সাথে যোগাযোগ করেছি। র্যাব জানিয়েছে তাদের কোন গাড়ি ওই সময় সেখানে টহলে ছিল না। শ্রীনগর থানায় অভিযোগ করার জন্য আমাদের লোক সেখানে গেছে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন,মাত্র বিষয়টি শুনলাম। পুলিশ খোঁজ নিচ্ছে।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদির জিলানীকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।
মন্তব্য