শ্রীনগর
শরণখোলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৯:৫২ অপরাহ্ণ | 33 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ২৭ নভেম্বর ২০২৪ তারিখ রোজ বুধবার প্রেসক্লাব সভাকক্ষে সকাল ১১ টায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকেল্পের সহযোগিতায় ইয়ুথ পিস আ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। শরণখোলা পিএফজি কো-অর্ডিনেটর সাংবাদিক ইসমাইল হোসেন লিটন এর সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস এম রাজু জবেদ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএফজির আ্যাম্বাসেডর এবং শরণখোলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মতিয়ার রহমান খান । সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল শরণখোলা উপজেলার আহবায়ক মোঃ মামুন গাজী, কলেজ ছাত্রদল আহবায়ক বায়জীদ, যুগ্ম আহবায়ক রনি হাওলাদার, ইসলামী ছাত্র আন্দোলন শরণখোলা উপজেলা শাখার সহ সভাপতি মুহাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মু ইব্রাহীম খলিল, শরণখোলা উপজেলা ছাত্রঅধিকার পরিষদের নেতা সানাউল্লাহ, মোঃ কাইউম, শরণখোলা উপজেলা শাখার ছাত্র সমােজর সভাপতি মোঃ রকিব, কলেজ ছাত্রী কুলসুম আক্তার, শারমিন আক্তার, সাদিয়া আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী। উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে শরণখোলা উপজেলায় আন্ত:ধর্মীয় সংলাপ, পিস ইভেন্ট , জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে শরণখোলা উপজেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মোঃমামুন গাজীকে সমন্বয়কারী এবং ছাত্রঅধিকার পরিষদের নেতা সানাউল্লাহ এবং কলেজ ছাত্রী কুলসুম আক্তারকে যুগ্ম সমন্বয়কারী হিসাবে নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
মন্তব্য