জাতীয়
শ্রীনগরে ট্রেনের ধাক্কায় নারী নিহতঃ দুর্ঘটনা নাকি আত্নহত্যা?
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১৯ জুন, ২০২৪, ৮:৩২ অপরাহ্ণ | 449 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে শ্রীনগর উপজেলার ঘোলঘর এলাকায় এই ঘটনা ঘটে। তবে এটি দুর্ঘটনা নাকি আত্নহত্যা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে রাজশাহী গামী মধুমতি এক্সপ্রেসের ট্রেনের ধাক্কায় জোসনা বেগম (৩৮) নামে ওই নারী মারা যায়। তার বাড়ি শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভোগ গ্রামে। জোসনা বেগমের বাবার নাম মৃত নোমান বেপারী।
অপর একটি সূত্র জানায় জোসনা বেগম ডিভোর্সী ছিলেন।দুর্ঘটনার পর তার আগের স্বামী ও মেয়ে লাশ দেখতে ঘটনা স্থলে এসেছিল।
রেলওয়ে পুলিশের এসআই মোকলেছুর রহমান জানান,দুর্ঘটনার খবর পেয়ে মাওয়া রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যতদূর জানা গেছে ওই নারী রেল লাইনের উপর বসে ছিল। হর্ণ দেওয়ার পরও সে রেললাইন থেকে সরে যায়নি। তদন্তের জন্য আমি নিহতের বাড়িতে যাচ্ছি।
মন্তব্য