শ্রীনগর
শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী ৬ জনের মধ্যে ৪ জনই এক ইউনিয়নের
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ৩ মে, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ণ | 602 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়া ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন প্রার্থীর বাড়িই পাটাভোগ ইউনিয়নে। তাদের বাড়ি পাটাভোগ ইউনিয়নের ২টি ওয়ার্ডে। এদের মধ্যে ১ জন গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাটাভোগ ইউনিয়ন পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমাদানের শেষ দিনে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভাইস চেয়ারম্যান পরে মনোনয়নপত্র জমা দিয়েছেন শ্রীনগর উপজেলা ক্রীড়া পরিষদের যুগ্ন সম্পাদক ও যুবলীগ নেতা এ্যাডভোকেট কামরুল হাসান,উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান মৃধা,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন প্যারট,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম,উপজেলা যুবলীগ নেতা ইকবাল হোসেন ও পাটাভোগ ইউনিয়ন পরিষদের সদস্য মাসুম মোল্লা।
মনোনয়ন জমাদানকারী ৬ জনের মধ্যে এ্যাডভোকেট কামরুল হাসানের বাড়ি ষোলঘর ইউনিয়নের ভূইচিত্র গ্রামে ও মাহবুব আলম উিউ’র বাড়ি রাঢ়িখাল ইউনিয়নের কবুতরখোলা গ্রামে।বাকী ৪ জনের বাড়ি পাটাভোগ ইউনিয়নে। এদের মধ্যে মোঃ কামরুজ্জামান মৃধার বাড়ি পাটাভোগ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মুশরিপাড়া গ্রামে এই ওয়ার্ডের ইউপি সদস্য কামারখোলা গ্রামের মাসুম মোল্লা প্রার্থী হয়েছেন। অপরদিকে ৯নং ওয়ার্ডের কুশরিপাড়া গ্রামের জাকির হোসেন প্যারট ও একই গ্রামের ইকবাল হোসেন প্রার্থী হয়েছেন।
উপজেলার ১৪টি ইউনিয়নের ভোটারদের ভোটে আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য