জাতীয়
মুন্সীগঞ্জ ১ আসনে কবিরের মনোনয়নপত্র জমা দিতে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ১০:১০ অপরাহ্ণ | 245 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান উপজেলা) স্বতন্ত্র এমপি পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। বৃহস্পতিবার সকালে তার মনোনয়ন পত্র জমা দেওয়া উপলক্ষে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শ্রীনগর স্টেডিয়ামে জরো হতে থাকেন। পরে সাবেক ছাত্রনেতা গোলাম সারোয়ার কবীর দুপুর সোয়া ১টার দিকে মনোনয়নপত্রের প্রস্তাবকারী ও সমর্থনকারীকে সঙ্গে নিয়ে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারী’র কাছে মনোনয়নপত্র জমা দেন। এ সময় শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার মো. ফখর উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।
মন্তব্য