জাতীয়
আমরা একটি শান্তিপূর্ণ,সুন্দর ও প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন প্রত্যাশা করি-মাহী বি.চৌধুরী
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩, ৯:৪১ অপরাহ্ণ | 250 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মাহী বি.চৌধুরী বলেছেন,আমরা একটি শান্তিপূর্ণ,সুন্দর ও প্রতিদ্বন্দ্বীতা মূলক নির্বাচন প্রত্যাশা করি। বিকল্প ধারার প্রধান লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা করা।শান্তির রাজনীতি করি,আর শান্তির রাজনীতি অব্যাহত রাখার জন্য আমরা আবারো ভোটে দাঁড়িয়েছি।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নি অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে তিনি আরো বলেন, গত নির্বাচনে আওয়ামী লীগের সাথে নির্বাচনী জোট প্রয়োজন ছিল,হয়েছে। এই বছর প্রয়োজন হয়নি,তাই আমি বিকল্প ধারার প্রার্থী হিসাবে কুলা প্রতিক নিয়ে ভোটে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, এই বছর সারা বাংলাদেশের নির্বাচন নিয়ে মাথা ঘামাচ্ছি না। একারণে টক শোতে যাচ্ছি না,কথা বলছিনা। শ্রীনগর-সিরাজদিখান উপজেলায় আমরা পুরাতন। এখানে এখনো পর্যন্ত নির্বাচনী পরিবেশ সুন্দর। আশা রাখছি একটি প্রতিদ্বন্দ্বীতা মূলক নির্বাচন হবে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিকল্পধারার নেতা জাহাঙ্গীর আলম নিশি,গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু,আব্দুল্লাহ আল মামুন,জহিরুল ইসলাম অটল সহ বিকল্পধারা ও যুবধারার নেতৃবৃন্দ।
মন্তব্য