জাতীয়
ফিলিস্তিনে ইসরাইলের বোমা হামলার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৩:১৪ অপরাহ্ণ | 211 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের ফলে নির্বিচারে মুসলিম নারী-পুরুষ হত্যার প্রতিবাদে শ্রীনগরে মানববন্ধন হয়েছে। শনিবার বেলা ১১ টার দিকে শ্রীনগর প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা জমইয়াতে হিযবুল্লাহ’র সাধারণ সম্পাদক মাওলানা নিয়ামত উল্লাহ্ ফারুকীর নেতৃত্বে মানববন্ধনে যোগদান করেন শ্রীনগর উপজেলা জমইয়াতে হিযবুল্লাহ’র নেতাকর্মী, স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও পাটাভোগ ইউনিয়নের কামারখোলা খানকায়ে ছালেহীয়া কমপ্লেক্সের ছাত্ররাসহ বিভিন্ন মসজিদের ইমাম বৃন্দ। মানববন্ধনে অশংগ্রহকারীরা ফিলিস্তিনে বেসামরিক মুসলিম জনগণের উপর দখলদার ইসরাইলের নির্বিচারে বোম হামলার তীব্র প্রতিবাদ জানান।
মন্তব্য