
শ্রীনগর
রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সংবাদ সম্মেলন
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩, ৮:৫৩ অপরাহ্ণ | 371 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের আসন্ন সম্মেলনের সাধারণ সম্পাদক প্রার্থী মনির হোসেন মিটুলের করা সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যটি মিথ্যা দাবী করে সংবাদ সম্মেলন করেছে রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগ। বৃহস্পতিবার বিকাল ৫ টায় ওই ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সেেম্মলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজওয়ান ঢালী। তিনি বলেন, আগামী ২০ মে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষীক সম্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মশিউর রহমান মামুন গতকাল বুধবার দুপুর ১২টার দিকে কাউন্সিলদের সাথে মতবিনিময় করতে রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আসেন। তার কিছুক্ষণ পরে শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারন সম্পাদক এবং এই সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হাজী মোঃ তোফাজ্জল হোসেনও উপস্থিত হন। তার কিছুক্ষণ পর মনির হোসেন মিটুল আমাদের সাথে কোনো রকম যোগাযোগ না করেই উপস্থিত হন। তার এইখানে উপস্থিত হওয়ার ব্যাপারে আমরা অবগত ছিলাম না। এই অবস্থায় সাধারণ সম্পাদক হাজী মোঃ তোফাজ্জল হোসেন বলেন, “আমি বক্তব্য দিবো তোমরা বাহিরে অপেক্ষা কর” এই কথা শুনে মশিউর রহমান মামুন বের হয়ে আসেন। কিন্তু মনির হোসেন মিটুল বের হয়ে না আসলে দুইপক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়, এক পর্যায়ে ধাক্কাধাক্কি হয় এবং আমরা সভাপতি ও সাধারণ সম্পাদক উভয় পক্ষকেই শান্ত করি। এরপর মশিউর রহমান মামুন তার সমর্থকদের নিয়ে ঐ স্থান ত্যাগ করেন।
তিনি আরও বলেন, মনির হোসন মিটুল গতকাল সাংবাদিক সম্মেলনে তার নিজের প্রার্থীতা প্রত্যাহার প্রসঙ্গে এবং হুমকি ধমকি দেওয়ার ব্যাপারে মশিউর রহমান মামুনের নামে যে মিথ্যা তথ্য দিয়েছে তা বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা আঃ বারেক খান বারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী।




শ্রীনগর থেকে আরও পড়ুন



শ্রীনগর সর্বাধিক পঠিত

মন্তব্য