শ্রীনগর
শ্রীনগরে বিভিন্ন অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল
শ্রীনগর পোস্ট ডেস্ক
মঙ্গলবার, ২ মে, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ | 243 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: মুন্সীগঞ্জের জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল শ্রীনগরে ব্যস্ততম দিন কাটিয়েছেন। মঙ্গলবার সকালে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় হাইব্রিড জাতের বোরো ধান ব্যবহারের মাধ্যমে বোরো ধানের উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বাস্তবায়িত সমলয়ে চাষাবাদ ব্লক প্রদর্শনীর কম্বাইন হারভেস্টারে ধান কর্তন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলার পাটাভোগ ইউনিয়নের কামারখোলা হারভেস্টারে ধান কর্তন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এ সময় তিনি উপস্থিত কৃষকদের খোঁজ খবর নেন ও পরামর্শ দেন। পরে দুপুরে জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল উপজেলা পরিষদ চত্তরের বনবিথীতে ভিক্ষুক পুর্ণবাসন ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিন, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগী ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. আব্দুল আজিজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু বকর সিদ্দিক,শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরন, উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন চৌধুরী, পিআইও আশেকুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ৩টি ইউনিয়নের পুর্ণবাসিত ৮ জন ভিক্ষুকের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং ৮টি ইউনিয়নে প্রাপ্ত বিভিন্ন রোগে আক্রান্ত ১১ জন রোগীর প্রত্যেককে ৫০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
সর্বশেষ কাজী নাহিদ রসুল উপজেলা প্রশাসনের বিভিন্ন কাজের দাপ্তরিক যাচাই বাচাই করেন ও খোঁজ নেন।
মন্তব্য