জাতীয়

বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত

শ্রীনগর পোস্ট ডেস্ক

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ | 117 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাট, ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”— এই শ্লোগানকে ধারণ করে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয় ‘সম্প্রীতির মেলা’।
অনুষ্ঠানটি আয়োজন করে বাগেরহাট সদর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) তাদের সামাজিক প্রকল্পের অংশ হিসেবে। এটি বাস্তবায়িত হয় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র আর্থিক সহায়তায়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ওয়াইপিএজি কো-অর্ডিনেটর হাবিবুল্লাহ ওয়াহেদ (হাবিব) এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতাপ চন্দ্র বৈরাগী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ইতি মজুমদার, সজল পাল, শিখা ঘোষ, সাদিয়া জাহান; ছাত্রদলের সদস্য আব্দুল কুদ্দুস হাওলাদার; জাতীয় ছাত্র সমাজের আরজুমান খান; ছাত্র ইউনিয়নের সাব্বির শেখ; এবং ওয়াইপিএজি সদস্য ইসরাফিল, নূরানী আক্তার মিতু, ইরানী আক্তার তুর্কি ও মো. সাহেদ হাসান।
এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের হাতেই। এজন্য তাদের শুধু শিক্ষিত হওয়াই নয়, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জ্ঞান অর্জন করাও জরুরি।
তারা আরও বলেন, দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা রোধে সচেতন থাকতে হবে এবং সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
বক্তারা সবাইকে আহ্বান জানান—
“সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ মিলে গড়ে তুলতে হবে সম্প্রীতির বাংলাদেশ। আমাদের এই সম্প্রীতি যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
শেষে বক্তারা বলেন, “সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য — এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ