জাতীয়
বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ণ | 67 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ বাগেরহাট, ১৬ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”— এই শ্লোগানকে ধারণ করে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে অনুষ্ঠিত হয় ‘সম্প্রীতির মেলা’।
অনুষ্ঠানটি আয়োজন করে বাগেরহাট সদর ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) তাদের সামাজিক প্রকল্পের অংশ হিসেবে। এটি বাস্তবায়িত হয় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং এফসিডিও’র আর্থিক সহায়তায়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন বাগেরহাট সদর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও ওয়াইপিএজি কো-অর্ডিনেটর হাবিবুল্লাহ ওয়াহেদ (হাবিব) এবং সভাপতিত্ব করেন বিদ্যালয়ের শিক্ষক প্রতাপ চন্দ্র বৈরাগী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক ইতি মজুমদার, সজল পাল, শিখা ঘোষ, সাদিয়া জাহান; ছাত্রদলের সদস্য আব্দুল কুদ্দুস হাওলাদার; জাতীয় ছাত্র সমাজের আরজুমান খান; ছাত্র ইউনিয়নের সাব্বির শেখ; এবং ওয়াইপিএজি সদস্য ইসরাফিল, নূরানী আক্তার মিতু, ইরানী আক্তার তুর্কি ও মো. সাহেদ হাসান।
এছাড়াও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ছাত্র-ছাত্রী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে উঠবে বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের হাতেই। এজন্য তাদের শুধু শিক্ষিত হওয়াই নয়, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার জ্ঞান অর্জন করাও জরুরি।
তারা আরও বলেন, দেশের শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়ানোর প্রবণতা রোধে সচেতন থাকতে হবে এবং সঠিক তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো. রেজবিউল কবির।
বক্তারা সবাইকে আহ্বান জানান—
“সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ মিলে গড়ে তুলতে হবে সম্প্রীতির বাংলাদেশ। আমাদের এই সম্প্রীতি যেন নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
শেষে বক্তারা বলেন, “সম্প্রীতির বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য — এই লক্ষ্য অর্জনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
জাতীয় থেকে আরও পড়ুন
জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য