ঢাকা, রবিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয়

শ্রীনগরের কুকুটিয়ায় হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ

শ্রীনগর পোস্ট ডেস্ক

বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫২ অপরাহ্ণ | 477 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ  শ্রীনগরে জায়গা-জমি সংক্রান্ত বিবাদ সহ পূর্ব বিরোধের জেরে হামলার ঘটনায় নারীসহ ৪ জনকে রক্তাক্ত জখম হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার  সকালে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনকে আসামী করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। স্থানীয়রা সকালেই ঘটনাস্থল থেকে হামলাকারী ২ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। সন্ধ্যায় আরো ১ জনকে আটক করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার শাহজালাল খানের পরিবারের সঙ্গে প্রতিপক্ষ নুর ইসলাম খান ও মানিক খানদের জমি সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের নির্দেশে নুর ইসলাম খান, মানিক খান, আল মাহমুদ, ওমর ফারুক বাবু, ডলার শেখ, শিহাব আলী সহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শাহজালালের বাড়িতে হামলা করে। এসময় তারা শাহজালালের বাড়ির আরাফাত খান, আজিজুল খান, পারভেজ ও মীম আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে দিয়ে আঘাত ও লাঠিশোটা দিয়ে মারধর করে রক্তাক্ত জখম করে।

এ সময় তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে নুর ইসলাম খান(৩৩) ও আল মাহমুদ(২৩)কে আটক করে পুলিশে সোপর্দ করে এবং আহতদের উদ্ধার করে স্থানীয়রা শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ সন্ধ্যার দিকে মানিক খান (৪৫) কে আটক করে।

এই ঘটনায় পূর্ব মুন্সীয়া গ্রামের শাহজালাল খান বাদী হয়ে কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে অভিযুক্ত কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা।

শ্রীনগর থানার এসআই রিপন বলেন, ঘটনাস্থল থেকে ২জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। তবে সন্ধ্যায় আরেকজনকে আটক করেছে কিনা তা থানায় গিয়ে জানাতে পারবো।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান জানান, এক পক্ষের অভিযোগ পেয়েছি। কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সহ ৮ জনের নাম উল্লেখ করে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে।

 

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনঃ ট্রলারে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ শ্রীনগরের কুকুটিয়ায় হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ মাদ্রাসার ৬ তলার ছাদে জবাই হচ্ছিল মানতের গরুঃ বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার শ্রীনগরে কার্টুনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু