
জাতীয়
ফ্রান্সের রাষ্ট্রপতি প্রনীত মানবাধিকার পুরস্কার বিজয়ী সাংবাদিক মেহেদী আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১০:০৩ অপরাহ্ণ | 167 বার পড়া হয়েছে



স্টাফ রিপোর্টারঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি সংঘর্ষের পরিস্থিতির ভিডিও ধারণ করার সময় প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী আলআমিনের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার ষোলঘর বাসস্ট্যন্ড এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সাংবাদিক মেহেদী আলামিন বাদী হয়ে হামলাকারী ষোলঘর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী একে বাবুর বিরুদ্ধে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সাংবাদিক মেহেদী আলআমিনের বাড়ি ষোলঘরের সদারামপুরে। তিনি পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন।
সাংবাদিক মেহেদী জানান, আন্তর্জাতিক মানব পাচার সম্পর্কিত কোনো ঘটনা হতে পারে ধারণা করে তিনি স্থানীয় একটি সালিশ পর্যবেক্ষণ করছিলেন, যার কোনো আইনি ভিত্তি নেই। সালিশ চলার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠলে সালিশকারীরা ২০ মিনিটের বিরতি দিয়ে কক্ষের বাইরে চলে যান। সে সময় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়।
মেহেদী বলেন, ‘আমি সেই সহিংস পরিস্থিতির ভিডিও ধারণ শুরু করি। এ কারণে আমাকে শারীরিকভাবে আঘাত করা হয়।’
তিনি আরও বলেন, ‘আক্রমণকারী বলছিল, সাংবাদিক হইছোস, তো ভিডিও করস কেন?’
খোঁজ নিয়ে জানা গেছে, আক্রণনকারী একে বাবু ওরফে আকাল বাবুর বাড়ি শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের খৈয়াগাও গ্রামে।
মেহেদী আল আমিন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের প্রশিক্ষণ সম্পাদক এবং ঢাকাস্থ মুন্সিগঞ্জ বিক্রমপুর সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক। ফ্রান্সের রাষ্ট্রপতি প্রণীত মারিয়ান ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডারস-২০২৫ পুরস্কার বিজয়ী তিনি।
সাংবাদিকদের সুরক্ষার জন্য কাজ করা সব জাতীয় ও আন্তর্জাতিক ফোরামকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মেহেদী বলেন, ‘হুমকি সত্ত্বেও কাজ চালিয়ে যাওয়ার জন্য আমি দেশে এবং বিদেশে বিভিন্ন পুরস্কার পেয়েছি। প্রতিটি হয়রানি, হুমকি এবং আক্রমণকে আমার ক্যারিয়ারের একেকটি নতুন পালক হিসেবে বিবেচনা করি।
এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একে বাবুর মোবাইল ফোনে কল করা হলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
অভিযোগের বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য