
জাতীয়
শ্রীনগরে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান
শ্রীনগর পোস্ট ডেস্ক
মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ | 198 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ গ্রহনকারীদের মধ্যে ভাল ফলাফল করায় ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে। শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন তাদের হাতে এই পুরস্কার তুলে দেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপির আওতায় এই পুরস্কার প্রদান করা হয়।
মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শ্রীনগর উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ চন্দ্র পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা খান, শ্রীনগর সরকারি কলেজের প্রভাষক (অর্থনীতি) সমর বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর সরকারি সুফিয়া এ, হাই খান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গা রানী শিকদার, শ্রীনগর পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মুহাম্মদ জাহাঙ্গীর খান, মেধাবী শিক্ষার্থী রাকিবুল ইসলাম, নাফিয়া ইসলাম, ইশতিয়াক মতিন মিয়াদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কুকুটিয়া কমলাকান্ত ইন্সটিউশনের সাবেক প্রধান শিক্ষক বিমলানন্দ বসু, লস্করপুর হোসাইনিয়া কাশেমুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ মাছুম বিল্লাহসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও গণমাধ্যম কর্মী বৃন্দ।
শ্রীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসের যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য