
জাতীয়
বাগেরহাট সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ | 19 বার পড়া হয়েছে



স্টাফ রিপোর্টারঃ “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাট সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা দি হাঙ্গার প্রজেক্ট-এর বাগেরহাট সদর অফিস সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
এ সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে।
সভার শুরুতে ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজির কো-অর্ডিনেটর ও সুজন বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক এস.কে.এ হাসিব, এবং সঞ্চালনা করেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।
সভায় উপস্থিত ছিলেন পিএফজি অ্যাম্বাসেডর ও জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাহিদা আক্তার, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শেখ শহীদুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ফারুকুজ্জামান বাপ্পি, জাতীয় পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক হাজরা সহিদুল ইসলাম বাবলু, জাতীয় পার্টির সদস্য নুসরাত বাধন, বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর মোহব্বত হোসেন, সাংবাদিক সাকির হোসেন, সাংবাদিক ইয়ামিন আলী, খ্রিষ্টান সম্প্রদায়ের মারকুস রাসেল, পুরোহিত রাজীব চক্রবর্তী, সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা শান্তি স্থাপন ও সহিংসতা নিরসনে অঙ্গীকারবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
বাগেরহাট সদর উপজেলায় পিএফজি কমিটির মাধ্যমে দলমত নির্বিশেষে রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন, জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনসহ বিভিন্ন ধরনের পিস ইভেন্ট বাস্তবায়নে সকল জনগণকে সম্পৃক্ত করে আগামীতে কার্যক্রম পরিচালনার জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য