
জাতীয়
শ্রীনগরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্লাস্টিক ফ্যাক্টরি থেকে প্রায় ৮ লাখ টাকার কাঁচামাল আত্নসাৎ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ১১:০৭ অপরাহ্ণ | 316 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের শ্রীনগরের প্লাস্টিক ফ্যাক্টরি হতে প্রায় ৮ লাখ টাকা মূল্যের ১৪৬ বস্তা কাঁচামাল আত্নসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ঢাকা বিভাগীয় শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার রাতে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন সমাজকল্যান মন্ত্রনালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের কারখানা ব্যবস্থাপক মোঃ মহসীন আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানাগেছে, শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুরে অবস্থিত শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্লাস্টিক পন্য উৎপাদনের ফেক্টরির দায়িত্বে ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন। তার অধীনে ফেক্টরিতে ১২ জন স্টাফ কর্মরত ছিলেন। তাদের মধ্যে বেশীর ভাগই প্রতিবন্ধী।
শ্রীনগরে ফেক্টরিতে প্রতিষ্ঠানটির হেড অফিস থেকে ৩ হাজার ৩শ ৯৯ বস্তা কাঁচামাল(প্লাস্টিক দানা) প্রেরণ করা হয়। গত ১২ জুলাই দুপুর একটার সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের ছুটি হয়ে গেলে সবাই চলে যায়। ওইদিন দুপুর দেড়টার দিকে ব্যবস্থাপক আনোয়ার হোসেন অফিসের মূল ফটকের নিরাপত্তা প্রহরী মোঃ রুবেল মোল্লা কে মূল ফটক খোলা রেখে শিবরামপুর বাজারে দুপুরের খাবার কিনতে পাঠায়। এই সুযোগে আনোয়ার হোসেন প্রতিষ্ঠানের গোডাউন হতে ৮০ বস্তা পিপি, ৫৯ বস্তা এইচডিপিই ও ৭ বস্তা এইচডিপিই(হাওয়া) সহ সর্বমোট ১৪৬ বস্তা কাচামাল অন্যলোকদের সহায়তায় পিকআপ গাড়িতে তুলে সরিয়ে ফেলে। এজাহারে আরো উল্লেখ করা হয়,আত্নসাৎ করা কাঁচামালের মূল্য প্রায় ৭ লাখ ৭৫ হাজার টাকা।
চুরির বিষয়টি শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ঢাকা অফিস অবগত হলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত করে আনোয়ার হোসেনের নেতৃত্বে চুরির সত্যতা পাওয়ায় গত বুধবার রাতে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার শ্রীধরপুরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্লাস্টিক ফেক্টরিতে গিয়ে জানা যায়, আনোয়ার হোসেন এখান থেকে বদলি হয়ে ঢাকা অফিসে কর্মরত ছিলেন। দুদিন আগে তাকে বরখাস্ত করা হয়েছে।
অভিযুক্ত আনোয়ার হোসেনের বাড়ি গাজিপুরের পিরুজালী গ্রামে। তার বাবার নাম ইউসুফ আলী। তার বক্তব্য নেওয়ার জন্য মোবাইল নম্বরে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
শ্রীনগর থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম বলেন, বুধবার রাতে আনোয়ার হোসেনকে আসামী করে প্রতিষ্ঠানটির কারখানা ব্যাবস্থাপক মোঃ মহসীন বাদী হয়ে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেছেন।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য