জাতীয়

শ্রীনগরে প্রবাস ফেরত স্বামীকে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

শ্রীনগর পোস্ট ডেস্ক

রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৩:২৯ অপরাহ্ণ | 1596 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ বিদেশে স্বামীর সাথে অন্য নারীর সম্পর্ক রয়েছে সন্দেহে স্ত্রী মাজেদা বেগম প্রথমে তার সৌদি ফেরত স্বামীর ভিসা সহ পাসপোর্ট ছিড়ে ফেলে। পরবর্তীতে স্বামী পুনরায় সৌদি আরব যাওয়ার উদ্যোগ নেয়। ২০১৭ সালের ৭ ফেব্রুয়ারী রাতে স্বামী অলিউল্লাহর সৌদি আরব যাওয়ার কথা ছিল। বিষয়টি মানতে পারেননি স্ত্রী মাজেদা বেগম। অক্রোশে ৬ ফেব্রুয়ারী রাতে স্ত্রী মাজেদা বেগম(৩০) তার স্বামী অলিউল্লাহ মোল্লা(৩৮)কে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করে। পরে হাত-পা বেধে গলায় ওড়না পেচিয়ে স্বামী অলিউল্লাহকে শ্বাসরোধে হত্যা করে পরদিন সকালে নিজে থানায় এসে অত্নসমর্পন করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ উপজেলার পুটিমারা গ্রামের অলিউল্লাহর বসত ঘরের বারান্দা থেকে লাশটি উদ্ধার করে। এই ঘটনায় ওইদিনই অলিউল্লাহর বড় ভাই আহসান উল্লাহ (৬৮) বাদী হয়ে শ্রীনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রবাসী অলিউল্লাহ হত্যার দীর্ঘ আট বছর পর আজ রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক কাজী আব্দুল হান্নান এর আদালত স্ত্রী মাজেদা বেগমকে (৩০)  দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মোঃ হোসেন। দণ্ডপ্রাপ্ত মাজেদা বেগম শ্রীনগর উপজেলার হাঁসাড়া গ্রামের নুরু খলিফার মেয়ে।

জানাগেছে, পুটিমারা গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে অলিউল্লাহ আঠারো বছর সৌদি আরব প্রবাসে ছিলেন। সে মাঝে মাঝে দেশে আসতো। অলিউল্লাহ ও মাজেদা বেগমের সংসারে ৩টি সন্তান রয়েছে। মাজেদা বেগম একদিন তার স্বামীকে সৌদি আরবে ফোন করলে ওই প্রান্তে একজন নারী ফোন রিসিভ করেন। এনিয়ে মাজেদা বেগমের মধ্যে সন্দেহ দানা বাধে। পরবর্তীতে অলিউল্লাহ দেশে এসে তার সারা জীবনের অর্জিত অর্থে স্ত্রীর নামে ক্রয়কৃত জমি ফেরত চাইলে মাজেদা বেগমের মনে সন্দেহ আরো জোরালো হয়। বিষয়টি নিয়ে হাঁসাড়া ইউনিয়ন পরিষদে ওই সময় সালিশ বসলেও কোন সুরাহা হয়নি। এর জের ধরেই মাজেদা বেগম তার স্বামী অলিউল্লাহকে হত্যা করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন শ্রীনগর থানার এসআই মোদ্দাসের অভিযুক্ত মাজেদা বেগমের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ১৬ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত আসামি মাজেদা বেগমকে দোষী সাব্যস্ত করে ওই রায় ঘোষণা করেন।

এ ব্যাপারে মামলার বাদি আহসাউল্লাহ জানান, ৮ বছর পর আজ আদালত রায় দিয়েছেন। রায়ে আমরা বাদীপক্ষ সন্তুষ্ট হয়েছি।

এ ব্যাপারে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ হালিম হোসেন জানান, ২০১৭ সালে শ্রীনগর উপজেলায় সৌদি প্রবাসী ওয়ালিউল্লাহ কে তার স্ত্রী মাজেদা বেগম খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সচেতন করে ওরনা পেচিয়ে হত্যা করেছে। আদালত মামলা পর্যালোচনা করে সঠিক রায় দিয়েছেন। আদালতের রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।

 

 

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
শ্রীনগরে ছিনতাই হওয়া পিকআপ ভ্যান সহ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক গ্রেপ্তার শ্রীনগরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল   মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের প্রয়াত সভাপতির রুহের মাগফিরাত কামনায় শ্রীনগর প্রেস ক্লাবে দোয়া শ্রীনগরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জে-১ আসনে বিএনপি-জামায়াতের প্রার্থী সহ বৈধ মনোনয়ন ৫ বতিল ২ মনোনয়ন জমাদানের পূর্বে শ্রীনগরে দোয়া চাইলেন শেখ মোঃ আব্দুল্লাহ এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ শরণখোলায় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে বোরকা পরে পালানোর সময় ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার মুন্সীগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামী প্রার্থীর মতবিনিময় সভা শ্রীনগরে রেস্টুরেন্টে ঢুকে ফাঁকা গুলি সরকারি শিশু পরিবারের শিশুদের বিকাশে শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসারের নানা পদক্ষেপ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রড বোঝাই ট্রাক ডাকাতি ফকিরহাটে শান্তি ও সম্প্রীতির আহ্বানে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত শ্রীনগরে বহিস্কৃত যুবদল নেতার নেতৃত্বে মসজিদে ঢুকে বিএনপির এক গ্রুপের উপর হামলা শ্রীনগর থেকে স্বর্ণ ব্যবসায়ীর ৬৫ লাখ টাকা ছিনতাইয়ের দুই দিন পর র‌্যাব-ডিবি সদস্য সহ গ্রেপ্তার ৭ শ্রীনগরে বিএনপি সভাপতির বিরুদ্ধে জাল সনদে স্কুল এন্ড কলেজের সভাপতি হওয়ার অভিযোগ শ্রীনগরে বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সবাইকে এক সাথে কাজ করার আহবান মুন্সীগঞ্জ-১ আসনে ‍বিএনপির দলীয় সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মোংলায় নারী শান্তি সহায়কদের প্ল্যাটফর্ম গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত শ্রীনগরে অটো চালককে হত্যার অভিযোগে যুবদল নেতাকে প্রধান আসামী করে মামলা শ্রীনগরে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতিঃ১৬ ভড়ি স্বর্ণালংকার ও ৫ লাখ টাকা লুট শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে সভাপতি মোঃ দেলোয়ার সম্পাদক শেখ মজিবর বাগেরহাটে তরুণদের সামাজিক প্রকল্পের আওতায় ‘সম্প্রীতির মেলা’ অনুষ্ঠিত শ্রীনগরে মা ইলিশ ধরার অপরাধে ১১ জেলেকে কারাদন্ড ও ১ কোটি মিটার জাল ধ্বংস পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ