জাতীয়
র্যাব-১০ ভাগ্যকুল ক্যাম্পের উদ্যোগে কম্বল বিতরণ
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১০:৫৮ অপরাহ্ণ | 156 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ র্যাব-১০ ভাগ্যকুল ক্যাম্পের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার রাতে শ্রীনগর উপজেলার বালাশুর,শ্রীনগর চকবাজার,স্টেডিয়াম এলাকা ও ছনবাড়ি ফ্লাইওভারের নীচে এই কম্বল বিতরণ করা হয়। ভাগ্যকুল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেনের নেতৃত্বে র্যাব সদস্যরা অসহায় শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেন।
ভাগ্যকুল ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার আনোয়ার হোসেন জানান, র্যাবের মহাপরিচালক স্যারের সম্মতিক্রমে শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে র্যাব। মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে উষ্ণ উপহার আমরা শীতার্ত অসহায় ভাই-বোনদের হাতে তুলে দিয়েছি।
শ্রীনগর ছনবাড়ি ফ্লাইওভারের নীচে র্যাবের দেওয়া উপহার পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পরেন। র্যাব জানায়,আজ তারা প্রায় দেড় শতাধিক কম্বল বিতরণ করেছেন।
মন্তব্য