অপরাধনামা
শ্রীনগরে দুর্বৃত্তদের চিনে ফেলায় অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ
আরিফ হোসেন
শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ণ | 1750 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে রাতের আধারে চিলেকোঠা ভেঙ্গে তিন দুর্বৃত্ত বিল্ডিংয়ে প্রবেশ করে। টাকা ও স্বর্ণালংকারের জন্য আলমারি ভেঙ্গে তছনছ করে। কিন্তু এসময় তাদেরকে প্রবাসীর স্ত্রী চিনে ফেলে। এতেই বাধে বিপত্তি। তারা প্রবাসীর শিশু কন্যা ও ভাগ্নীকে ধারালো অস্ত্রের মুখে জিন্মি করে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ করে এবং তাদের পরিচয় প্রকাশ করা হলে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এই ঘটনায় স্থানীয়রা শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার বাঘড়া এলাকা থেকে ফাহাদ (১৯) নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এর সাথে জড়িত আরো ২ জন পলাতক রয়েছে। এদের সবাই ওই এলাকার রাসেল গ্রুপের সদস্য।
জানাগেছে, বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাঘড়া এলাকার জয়(২০) ও আরমান (১৯) মিলে একই এলাকার এক সৌদি প্রবাসীর বিল্ডিংয়ের ছাদে উঠে চিলে কোঠার টিন খুলে ভেতরে প্রবেশ করে। পরে দরজা খুলে ফাহাদকে ভেতরে নেয়। এসময় প্রবাসীর শিশু কন্যা ও ভাগ্নীকে গলায় ছুরি ধরে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে মোবাইলফোন কেড়ে নেয়। আলমারি খুলে টাকা ও স্বর্ণালংকারের জন্য তছনছ করে ফেলে। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রী দুর্বৃত্ত ৩ জনকে চিনে ফেলায় তাকে পাশের একটি কক্ষে নিয়ে মোবাইলফোনে নগ্ন ভিডিও ধারণ করে। প্রবাসীর স্ত্রী এই বিষয়ে মুখ খুললে তার নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তারা চলে যায়। পরে প্রবাসীর স্ত্রী বিষয়টি তার প্রতিবেশী সহ স্বজনদের জানায়।
শুক্রবার দুপুরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে ধাওয়া করে চক্রের সদস্য ফাহাদকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশের জিজ্ঞাসাবাদে ফাহাদ ঘটনার সত্যতা স্বীকার করে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো ছোরা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে। এই ঘটনার পর থেকে জয় ও আরমান পলাতক রয়েছে।গ্রেপ্তারকৃত ফাহাদ ওই এলাকার মন্টু মিয়ার ছেলে। জয় একই এলাকার জাহিদুল ইসলামের পুত্র ও আরমানের পিতার নাম জানা যায়নি।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী বলেন, এই বিষয়ে শ্রীনগর থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য