শ্রীনগর
শ্রীনগরে মীর সরফত আলী সপু’র লিফলেট বিতরণ
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮:৪১ অপরাহ্ণ | 142 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি: শ্রীনগরে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু লিফলেট বিতরণ করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট করা হয়।
বুধবার সকালে মীর সরফত আলী সপু দলীয় নেতাকর্মীদের নিয়ে শ্রীনগর বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে জনসাধাণের মাঝে লিফলেট বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করেন। তিনি পরে শ্রীনগর পোষ্ট অফিস সংলগ্ন সড়কে অনুষ্ঠিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম কানন, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মো. জসিম মোল্লা, শিক্ষক নেতা জাহাঙ্গীর খান, বিএনপি নেতা কাজী শামীম ইমাম সাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি কেএম রাজিব, শহিদুল ইসলাম শেখসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।
মন্তব্য