জাতীয়
শ্রীনগরে ড্রেজার নিয়ে দ্বন্দ্বঃইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ১০:০২ অপরাহ্ণ | 1063 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর ড্রেজার ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে দ্বন্দ্বের জের ধরে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী ও তার ভাই সহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে শ্রীনগর-দোহার সড়কের বাইপাস এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজউদ্দিন বেপারীর ভাইয়েরা সহ কামার খোলা এলাকার কয়েকজন মিলে পূর্ব কামারখোলা এলাকায় বালু ভড়াটের জন্য ড্রেজারের লাইন বসাচ্ছিল। এতে পশ্চিম কামারখোলা এলাকার দিল বেপারীর ছেলে ফয়সালের নেতৃত্বে বেশ কয়েকজন মিলে ড্রেজারের লাইন টানার কাজে বাধা দেয় এবং সেখানে ফয়সালের লোকজন ড্রেজার বসাবে বলে জানায়। বিষয়টি নিয়ে দুই পক্ষ রবিবার বিকাল সাড়ে চারটার দিকে বাইপাস এলাকায় আলোচনায় বসে। আলোচনা ফলপ্রসু না হওয়ায় সেখানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সেখান থেকে ফয়সাল গ্রুপের লোকজন চলে যায়। বিকাল সাড়ে পাঁচটার দিকে ফের ফয়সালের নেতৃত্বে ১২ থেকে ১৫ জন মোটরসাইকেলের বহর নিয়ে এসে পাটাভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রমিজ উদ্দিন বেপারী(৬০),তার ভাই দেলোয়ার বেপারী(৫০) ও একই এলাকার জমির উদ্দিনের ছেলে স্বপন (৫০)কে অতর্কির্তে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা তাদের ৩ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফয়সাল বাহিনীর হাতে ধারালো অস্ত্র ছাড়াও লোহার পাইপ ছিল। অতর্কির্তে হামলার ঘটনায় ওই এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুুল্লাহ আল তায়াবীর বলেন, এই ঘটনায় শ্রীনগর থানায় মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য