শ্রীনগর
শ্রীনগর প্লাজা’র ঈদ র্যাফেল ড্র অনুষ্ঠিত
শ্রীনগর পোস্ট ডেস্ক
মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ | 205 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগর প্লাজা’র ঈদ র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এই র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। গত ঈদ উল ফিতরের আগে মার্কেটটিতে যারা ৫শ টাকার উপরে কেনাকাটা করেছেন তাদেরকে র্যাফেল ড্র’র টিকেট দেওয়া হয়। জমা হওয়া প্রায় ৩০ হাজারের উপর টিকেটের র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রথম পুরস্কার ফ্রিজ পেয়েছেন গাদিঘাট গ্রামের মোঃ মুনাফ,দ্বিতীয় পুরস্কার এলইডি টিভি পেয়েছেন কেয়টচিড়া গ্রামের মুজিবুর রহমান,তৃতীয় পুরস্কার ওয়াশিং মেশিন পেয়েছেন সেলামতি গ্রামের জিসান। র্যাফেল ড্রতে মোট ৪৫টি পুরস্কার দেওয়া হয়েছে।
সোমবার বিকালে মার্কেটের র্যাফেল ড্রতে আঃ হাই এর সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন বজলু শেখ,বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন,মৃণাল কান্তি প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন আল আমিন হোসেন ও সার্বিক তত্ত¡াবধানে ছিলেন নুরুজ্জামান নাহিদ ও আঃ আউয়াল।
মন্তব্য