জাতীয়
শ্রীনগরে বিয়ে বাড়িতে নেশা দ্রব্য পান করে যুবকের মৃত্যুর অভিযোগ
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:২৩ অপরাহ্ণ | 1070 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ শ্রীনগরে বিয়ে বাড়িতে নেশাজাতীয় দ্রব্য পান করে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।রবিবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মোহাম্মদ আলী (২৪) নামে ওই যুবকের মৃত্যু হয়।মোহাম্মদ আলী ঢাকার সাভারের শ্যামপুর গ্রামের মোঃ সালাউদ্দিনের পুত্র। সে তার মামাতো ভাই আলীম মোল্লার (২৪) বৌভাত অনুষ্ঠানে শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামে এসেছিল।
স্থানীয়রা জানায়, মোহাম্মদ আলী শনিবার রাতে তার মামা বাগবাড়ি গ্রামের গিয়াস উদ্দিন গেসুর বাড়িতে আসে। রাত সাড়ে ১২ টার দিকে সেখানে কয়েকজন মিলে নেশাজাতীয় মিক্সার দ্রব্য ঝাকি পান করে। ঝাকি পান করে মোহাম্মদ আলী অসুস্থ্য হয়ে পরলে রাত ১টার দিকে তাকে লৌহজং উপজেলার নওপাড়া ডিজিটাল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।সেখানে রবিবার সকাল ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন,শাহবাগ থানা পুলিশকে লাশ ময়নাতন্তের জন্য জানানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
মন্তব্য