শ্রীনগর
শ্রীনগরে বিপনন কেন্দ্র ‘স্বপ্ন’ বালাশুর শাখার উদ্বোধন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ | 233 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক: খ্যাতি সম্পন্ন বিপনন কেন্দ্র ‘স্বপ্ন’ বালাশুর শাখার শুভ উদ্বোধন হয়েছে। শুক্রবার বিকালে বালাশুর চৌরাস্তা সারেং সুপার মার্কেটে স্বপ্ন শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মামুন।
এ সময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান বারী, পাটাভোগ ইউপি চেয়ারম্যান হামিদুল্লাহ্ খান মুন, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুজন সিকদার, স্বপ্নের ডিভিশনাল সেলস ম্যানেজার রঞ্জন আল মৃধা, ভাগ্যকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউপি সদস্য শাহ আলম সারেং, ইউপি সদস্য আইয়ুব খান, মোশারফ বেপারী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাওন খান, সহ-সভাপতি আবির মৃধা, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাজিব ঘোষ, ছাত্রলীগ নেতা সাগর আহমেদসহ স্থানীয় গণ্যমান ব্যক্তিবর্গ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন ফ্রেনসিস পার্টনার জানে আলম সারেং।
মন্তব্য