অপরাধনামা
এক্সপ্রেসওয়েতে দিনে দুপুরে বাস থামিয়ে ডিবি পরিচয়ে ব্যবসায়ীর সাড়ে ৯ লাখ টাকা ডাকাতির অভিযোগ
শ্রীনগর পোস্ট ডেস্ক
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ | 193 বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টারঃ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে দিনে দুপুরে চলন্ত বাস থামিয়ে ডিবি পরিচয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় সাড়ে ৯ লাখ টাকা ও একটি মোবাইল ফোন সেট ডাকাতির অভিযোগ উঠেছে। মঙ্গলবার(২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের উপর এই ঘটনা ঘটে।
জানাগেছে, মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চরের স্বর্ণ ব্যবসায়ী লিটন পাল(৪০) ঢাকায় স্বর্ণ বিক্রি করে দুপুর ৩ টার দিকে গুলিস্থান থেকে প্রচেষ্টা বাসে উঠে পাচ্চরের দিকে রওনা দেয়। বাসটি দুপুর সাড়ে ৩টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি ফ্লাইওভারের উপরে পৌছলে একটি মাইক্রোবাস সামনে থেকে ব্যারিকেট দেয়। এসময় অজ্ঞাতনামা ৪/৫ জন ডিবি পুলিশ পরিচয়ে বাসে উঠে জানায় লিটন পাল মামলার আসামী। এসময় তারা লিটন পালকে মাইক্রোতে তুলে নিয়ে মারধর করে স্বর্ণ বিক্রির ৯ লাখ ৫২ হাজার টাকা ও একটি স্যামসাং মোবাইল ফোন সেট কেড়ে নেয়। পরে বিভিন্ন স্থানে ঘুরিয়ে ডাকাত দলের সদস্যরা তাকে পদ্মা সেতুর উত্তর থানার কুমার ভোগ এলাকায় রাস্তার পাশে নামিয়ে দেয়। পরে তিনি শ্রীনগর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।
অপরাধনামা থেকে আরও পড়ুন
অপরাধনামা সর্বাধিক পঠিত

মন্তব্য