
জাতীয়
পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ২:১৬ অপরাহ্ণ | 56 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ পদ্মা নদীর শ্রীনগর উপজেলা অংশে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। সোমবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত শ্রীনগর উপজেলা প্রশাসন,সেনাবাহিনী,পুলিশ, মৎস অফিস ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত টিম মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা করে। এসময় উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের নরু বয়াতির চর ও পাশ্ববর্তীএলাকা থেকে প্রায় ২০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৭৫ পিছ ইলিশ মাছ আটক করা হয়। মা ইলিশ ধরাকে কেন্দ্র করে নুরু বয়াতীর চরে গড়ে উঠা অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। পরে আটককৃত জাল আগুনে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় এবং মাছ ৫টি এতিম খানায় বিতরন করা হয়েছে।
শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন,মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(শ্রীনগর সার্কেল)আনিসুর রহমান, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল হাসান হাওলাদার, শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, শ্রীনগর থানার ওসি(তদন্ত) আমিনুল ইসলাম সহ কোস্টগার্ডের সদস্য বৃন্দ ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনায় মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,অতিরিক্ত পুলিশ সুপার ও জেলা মৎস কর্মকর্তা সহ জেলা পর্যায়ের কর্মকর্তাগন নির্দেশনা ও সহযোগীতা প্রদান করেন।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য