ঢাকা, সোমবার, ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

জাতীয়

মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের

শ্রীনগর পোস্ট ডেস্ক

সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৮:০৬ অপরাহ্ণ | 368 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ-১ আসন(শ্রীনগর-সিরাজদিখান) বিগত দিনে বিএনপির শক্ত ঘাটি ছিল। এই অসনে বিএনপি থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন দলটির সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি বি চৌধুরী। বি চৌধুরী দল ছাড়ার পর থেকেই এখানকার বিএনপির নেতৃবৃন্দ একাধিক ধারায় বিভক্ত হয়ে পরে।

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দলটির নেতাকর্মীরা ছিলেন কোনঠাসা। আওয়ামী লীগ সরকারের পতনের পর তারা হালে পানি পায়। কিন্তু হালে পানি পেলেও নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছোড়ির কারনে দলের থেকে বড় হয়ে উঠেছে গ্রুপের নেতাদের স্বার্থ। একারনে পারস্পারিক সম্পর্কের তিক্ততা পৌছেছে সর্বোচ্চ পর্যায়ে।

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মাঠে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি শেখ মোঃ আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মমিন আলী।তিনিও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। অপরদিকে প্রচারনায় রয়েছেন ঢাকা মহানগর (দক্ষিন) বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ ফরহাদ হোসেন।

বর্তমানে এখানে প্রচারনায় থাকা বিএনপির ৪টি গ্রুপের কারনে তৃণমূলের নেতা কার্মীরা প্রায় সময়ই বিব্রত অবস্থায় পরেন। এমপি পদে কে মনোনয়ন পাবেন আবার কার অনুষ্ঠানে গিয়ে তার বিরাগ ভাজন হবেন এই চিন্তা বিএনপির তৃনমূলের কর্মীদের টেনে ধরে। নেতাদের পৃথক পৃথক অনুষ্ঠান ঘিরে তৃণমূলের উপস্থিতি নিয়েও চলে দ্বিধা দ্বন্দ্ব।
গ্রুপগুলোর মধ্যে তিক্ততা প্রকাশ্যে। এমনকি তারা সামাজিক কোন অনুষ্ঠানেও একজন উপস্থিত হলে অপরজন তা এড়িয়ে চলেন। অভিযোগ রয়েছে আওয়ামী লীগ কানেকশনকে কাজে লাগিয়ে বিগত সরকারের আমলে কেউ কেউ নিজ দলের প্রতিপক্ষ নেতা কর্মীদের ঘায়েল করেছেন। জড়িয়ে দিয়েছেন মামলা হামলায়।

বিএনপির তৃণমূলের অনেকে মনে করেন এই আসনে গ্রুপিং জোড়ালো হয়েছে দুই উপজেলায় হঠাৎ করে রানিং কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই। নতুন কমিটির হাত ধরে গঠিত হয়েছে ইউনিয়ন কমিটিও। এতে উপজেলা ও ইউনিয়ন কমিটিতে আগের কমিটির অনেক প্রবীন নেতারা বাদ পরেন। তবে তারা নতুনদের সাথে কাজ না করলেও নিস্ক্রিয় ছিলেন না।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর মুন্সীগঞ্জ-১ আসনে বিবাদমান গ্রæপ গুলোর মধ্যে কাঁদা ছোড়াছুড়ি হয়েছে বিস্তর। তাদের গ্রুপিংয়ের কারনে এক গ্রুপের কারো পান থেকে চুন খসলেই আরেক গ্রুপ প্রশাসনকে ব্যবস্থা নিতে বলেন। নিজ দলের হলেও কেউ তদবির করেন মামলার আসমী করার জন্য আবার পক্ষ বিবেচনায় একই ঘটনায় কেউ তদবির করেন আসামী না করার জন্য। শুধু তাই নয় গ্রুপ গুলো দলের ক্ষতি বিবেচনায় না এনে নিজেদের স্বার্থ হাসিলের জন্য নিজ দলের নেতা কর্মীদের অপকর্মের তথ্য পৌছে দেন গনম্যাধ্যম পর্যন্ত। কেউ কেউ অভিযোগ করেন, পুলিশের দায়ের করা নাশকতা মামলায় আওয়ামী লীগ নেতাদের আসামী করার পেছনেও বিএনপির এই গ্রুপিং ইস্যু কাজ করেছে।

শাহ আলম নামে এক বিএনপি কর্মী জানান, তিনি বিএনপির ঘোর সমর্থক। তবে নিজেদের এই গ্রুপিংয়ের কারনে রাজনীতি এখন বিরক্ত লাগে। এতো বছর পর ক্ষমতায় যাওয়ার পথ তৈরি হয়েছে। কিন্তু মাঠ না গুছিয়ে নেতারা আছেন গ্রুপিং নিয়ে।

শ্রীনগর উপজেলার কলেজ গেট এলাকায় কথা হয় ষাটোর্ধ আবু কালামের সাথে। তিনি জানান, ধানের শীষে ভোট দেওয়ার ইচ্ছা রাখেন। দলের প্রতি ভালবাসা থেকে বলেন, সবাইতো নেতাদের নিয়া ঘুরে। ভোটারদের কাছে যাচ্ছে কে?

সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকার বাসিন্দা গোলাম মোস্তফা। তিনি বিএনপির কর্মী। আলাপ চারিতায় ক্ষোভ ঝারেন। বলেন এতো নোংরামি করলে চলে নাকি। ঐক্যের কোন বিকল্প নেই। এখনই সময় ঐক্য গড়ার।

গত কয়েকদিনে শ্রীনগর,ষোলঘর,হাসাড়া,বীরতারা,বালাসুর, বাড়ৈখালী, সিংপাড়া বাজারে প্রায় অর্ধশত বিএনপি কর্মীদের সাথে আলাপ হয়। তাদের সবাই একবাক্যে ভোটের দাবী তুলেন। দলীয় ঐক্যের প্রশ্নে বেশীর ভাগ মনে করেন, দল একজনকে মনোনয়ন দিয়ে দিলে এই গ্রুপিং আর থাকবেনা।কয়েকজন মনে করেন,দল মনোনয়ন দিতে ভুল করলে বেগ পেতে হবে।

তাছাড়া তারা মনে করেন, আওয়ামী লীগের পতনের পর বিএনপির কাছে মানুষের প্রত্যাশা ছিল এক কিন্তু হয়েছে আরেক। এজন্য তারা নানা রকম কর্মকান্ডকে দায়ী করছেন।এর মধ্যে ওয়ারেন্ট ভূক্ত মাদক মামলার আসামীকে শ্রীনগর বিএনপির নেতা কর্মীরা থানায় হামলা করে ছাড়িয়ে নেওয়া,ছনবাড়ি বাসস্ট্যান্ড দখল,দুই থানা চত্তরে দলীয় নেতাকর্মীদের সকাল সন্ধ্যা উপস্থিতি, চাপ দিয়ে সালিশে বসানো,মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ও আওয়ামী লীগের অত্যাচারী নেতাদের সাথে প্রকাশ্যে আতাতকে দায়ী করা হচ্ছে।

গ্রুপিংয়ের কারনে দল কোন একজনকে মনোনয়ন দিলে অন্য কেউ স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করবেন এমন গুঞ্জনও বাতাসে ভেসে বেড়াচ্ছে।

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির এই গ্রুপিংয়ের সুযোগ নিতে পারেন হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। হেফাজত নেতৃবৃন্দের সাথে ভিন্ন রাজনৈতিক ব্যানারে জোট হলে এই আসনে বিএনপির নেতাদের গ্রুপিং থাকায় দল যদি হেফাজত ইসলামের কোন নেতাকে আসনটি ছেড়ে দেয় তাহলে আশ্চর্য হওয়ার কিছু থাকবেনা বলে মনে করেন স্থানীয় বিশ্লেষকরা। এই ক্ষেত্রে হেফাজতে ইসলামের সহ সভাপতি মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ এই আসনে প্রার্থী হতে পারেন। তবে জোট হলে এই আসনে প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে হেফাজতে ইসলামের যুগ্ন মহাসচিব মামুনুল হকের।

বিগত সময়ে এই আসনে জামায়াতে ইসলামীর তেমন কোন হাক ডাক না থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেকেই তাদের সদস্য হয়েছেন। দিয়েছেন সমর্থন। বিএনপির কর্মকান্ডে বিরক্ত অনেকেই জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে নিরব বিপ্লব করবেন বলে তারা আশাবাদী।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হয়েছেন মুন্সীগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মাওলানা এ কে এম ফখরুদ্দীন রাজী। দলটির নেতা কর্মীদের দাবী তিনি ভদ্র ও শিক্ষিত হওয়ার কারনে সাধারণ মানুষ তাকে গ্রহন করেছে।

মুন্সীগঞ্জ-১ আসনে ভোট রয়েছে বাংলাদেশ ইসলামী আন্দোলনেরও। কে এমপি হবেন তাদের সমর্থনও ফ্যাক্ট হিসাবে কাজ করতে পারে বলে মনে করছেন কেউ কেউ।

এই আসনে এনসিপির  তেমন কোন কার্যক্রম চোখে পরছে না। সিরাজদিখানে কমিটি থাকলেও শ্রীনগরে কমিটিতে কারা রয়েছেন তা অজানা।

শেষ মূহুর্যতে এই আসনে  যদি ইসলামী দলগুলোর জোট হয় তবে তা হবে যে কোন দল বা জোটের জন্য বড় চ্যালেঞ্জ। তাছাড়া নতুন প্রজন্মের ভোট ও প্রবাসী ভোটও জয় পরাজয়ের কারন হয়ে দাড়াতে পারে।

মন্তব্য

জাতীয় থেকে আরও পড়ুন

আরও খবর

জাতীয় সর্বাধিক পঠিত

শিরোনাম:
পদ্মার শ্রীনগর অংশে যৌথ বাহিনীর অভিযানে প্রায় ২০ লাখ মিটার জাল ও ১৭৫ পিছ ইলিশ আটক মুন্সীগঞ্জ-১ আসনে ঘরের আগুনে পুড়ছে বিএনপি,সুযোগ নিতে পারে হেফাজত,নিরব বিপ্লবের আশা জামায়াতের শ্রীনগরে বিদ্যুতের তারে লগি জড়িয়ে যুবকের মৃত্যু  সিরাজদিখানে বিএনপির দোয়া মাহফিল ও আলোচনা সভা শ্রীনগরে চাঁদা না পেয়ে ইন্টারনেট ব্যবসায়ীকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ শ্রীনগর বাজার কমিটির নির্বাচনে বৈধ প্রার্থী হলেন যারাঃ৬ টি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই। শ্রীনগরে চাঁদাবাজি মামলা করায় প্রবাসীর স্ত্রীকে দেখে নেওয়ার হুমিক মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে নৌকা চোর সন্দেহে যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনঃ ট্রলারে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ শ্রীনগরের কুকুটিয়ায় হামলার ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ মাদ্রাসার ৬ তলার ছাদে জবাই হচ্ছিল মানতের গরুঃ বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রের মৃত্যু শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অস্ত্রসহ ঢাকায় গ্রেপ্তার শ্রীনগরে কার্টুনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার শ্রীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু শ্রীনগরে মাদকাসক্ত ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করে পাশেই বসে ছিলেন বাবা বাগেরহাটে পিস অ্যাম্বাসেডরস নেটওয়ার্কের জেলা কমিটি গঠন ফ্রান্সের রাষ্ট্রপতি প্রনীত মানবাধিকার পুরস্কার বিজয়ী সাংবাদিক মেহেদী আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ রাজাপুরে পিএফজি ও ওয়াইপিএজির সাথে এফসিডিও প্রতিনিধি দলের মতবিনিময় সভা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নারীসহ নিহত ৩ শ্রীনগরে আওয়ামী লীগের ৫৮ নেতা কর্মীর নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা শ্রীনগরে নকল ও ভেজাল কসমেটিকস কারখানায় যৌথ অভিযানঃবিপুল পরিমান কসমেটিকস ধ্বংস আশরাফুল হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী আকরাম মোল্লাকে গ্রেপ্তার করেছে র‌্যাব শ্রীনগরে ৪০ জন মেধাবী শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদকের মায়ের মৃত্যুতে বিএনপির মহাসচিবের শোক আর যেন কোনো নিরীহ প্রাণ বিমান দুর্ঘটনায় না ঝরে – মীর সরফত আলী সপু বাগেরহাট সদর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের প্লাস্টিক ফ্যাক্টরি থেকে প্রায় ৮ লাখ টাকার কাঁচামাল আত্নসাৎ শ্রীনগরের আসল পিস্তল কিনা তা দেখাতে গিয়ে কাঠ মিস্ত্রিকে মাদক ব্যবসায়ীর গুলি শ্রীনগরে ৫ মাসের যমজ ২ কন্যা সন্তানকে পুকুরের পানিতে ফেলে হত্যাঃ বাবা-মা আটক শ্রীনগরে ৬৫ বছরের প্রতিবেশী চাচার বিরুদ্ধে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ