![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/18372985650664559018.gif)
অপরাধনামা
৮ মাস ধরে বেতন না পাওয়ায় জাহাজে ৭ জনকে অচেতনের পর খুন করে ইরফান
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ | 256 বার পড়া হয়েছে
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2024/12/irfan.jpg)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/12759621346271778357.png)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/5268971783111847559.gif)
আরিফ হোসেনঃ চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে নোঙ্গর করে থাকা এমভি আল বাখেরা জাহাজে ৭ জনকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর কুপিয়ে হত্যা করা হয়। জাহাজের পলাতক কর্মী আকাশ মন্ডল ইরফানকে বাগেরহাটের চিতলমারী থেকে গ্রেপ্তারের পর সে হত্যাকান্ডের কথা স্বীকার করে।
আজ বুধবার ঘাতক আকাশ মন্ডল ইরফানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন র্যাবেরর আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।
তিনি জানান, দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে আকাশ মন্ডল ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়াসহ সবাইকে হত্যা করে।
কর্নেল মুনীম ফেরদৌস বলেন, জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ ৮ মাস ধরে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না। তার সাথে দুর্ব্যবহারও করা হতো। এসবের ক্ষোভ থেকে আকাশ মন্ডল ইরফান সবাইকে হত্যার পরিকল্পনা করে।
তিনি জানান, ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের অষুধ খাইয়ে সবাইকে অচেতন করে। পরে হাতে গ্লাভস পড়ে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে। এরপর সবাইকে কোপানের পর মৃত্যু নিশ্চিত করে নিজে জাহাজ চালিয়ে হাইম চর এলাকায় এসে অন্য একটি ট্রলারে করে পালিয়ে যায়।
গত রোববার চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীতে থেমে থাকা এমভি বাখরা থেকে সাত জনের মরদেহ উদ্ধার করা হয়।
খুন হওয়া ব্যক্তিরা হলেন- মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার সজিবুল ইসলাম, লস্কর মাজেদুল ইসলাম, শেখ সবুজ, আমিনুর মুন্সী, ইঞ্জিন চালক সালাউদ্দিন ও বাবুর্চি রানা কাজী। এ ছাড়া আহত ব্যক্তি হলেন- সুকানি জুয়েল।
বাবুর্চি রানা কাজীর বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে। তার বাবার নাম মৃত দেলোয়ার কাজী ওরফে ধলু কাজী। মঙ্গলবার রাতে তার লাশ নিজ বাড়িতে আনা হলে চলে শোকের মাতম।
জাহাজে ৭ জনের খুনের ঘটনায় হাইমচর থানায় মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে জাহাজ মালিকের পক্ষে মো. মাহবুব মোরশেদ বাদী হয়ে মামলাটি করেন। মাহবুব মোরশেদের বাড়ি ঢাকার দোহার এলাকায়। এতে খুন ও ডাকাতির অভিযোগ এনে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়।
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/5466130579866378084.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/17647500680136106886.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/5342957609171149330.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/8383425349097707010.gif)
অপরাধনামা থেকে আরও পড়ুন
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/4208108767659909320.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/8383425349097707010.gif)
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/17647500680136106886.gif)
অপরাধনামা সর্বাধিক পঠিত
![](https://sreenagarpost.com/wp-content/uploads/2023/08/5268971783111847559.gif)
মন্তব্য