অপরাধনামা
শ্রীনগর থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকার ১০ দিন পর ঢাকায় উদ্ধারঃ গ্রেপ্তার ১
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ১৫ মে, ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ | 616 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শ্রীনগর থেকে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার ১০ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত সজিব মৃধা(২৭) নামে এক জনকে মঙ্গলবার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, গাড়ি ছিনতাইকারী সজিব মৃধাকে মঙ্গলবার রাতে ঢাকা হৃদরোগ হাসপাতালের সামনে থেকে শ্রীনগর থানার এসআই অঙ্কুর ভট্টাচার্য গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিনই ক্ষিলক্ষেত নয়াপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয় ।
গত ৪ মে রাত সোয়া দশটার দিকে ঢাকার বারডেম হাসপাতালে আসার উদ্দেশ্যে আজ্ঞাত ২ ব্যাক্তি গোপালগঞ্জের কাশিয়ানী থানার নিরাময় ক্লিনিকের সামনে থেকে একটি সাদা রংয়ের এলিয়ন প্রাইভেটকার ( ঢাকা মেট্রো গ ২৩-২৮৯১) ভাড়া নেয়। রাত পৌনে বারটার দিকে গাড়িটি শ্রীনগর উপজেলার কেয়টখালী এলাকায় আসলে একজন যাত্রী প্রকৃতির ডাকে সারা দিবে বলে গাড়ি থামাতে বলে। ড্রাইভার মজনু শেখ গাড়ি থামায়। এসময় একযাত্রী গাড়ি থেকে নেমে মোটরসাইকেল যোগে আসা ২ ব্যাক্তির সাথে কথা বলে। সেই যাত্রী গাড়িতে উঠার সাথে সাথে ড্রাইভার মজনু শেখের চোখে মরিচের গুড়ার মতো ঝাঝালো পদার্থ লাগিয়ে দিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরবর্তীতে মজনু শেখ স্থানীয়দের সহায়তায় চোখে পানি দিয়ে কিছুটা সুস্থ্যবোধ করে এবং গাড়ির মালিককে বিষয়টি জানায়। গাড়ির মালিক সাজ্জাদুল ইসলাম বিষয়টি শ্রীনগর থানা পুলিশকে অবহিত করেন। পরে অজ্ঞাতনামা ৪ জনকে আসামী করে শ্রীনগর থানায় মামলা দায়ের করা হয়। মামলায় গাড়ি ছিনতাইকারী সজিব মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। সজিব মৃধা পটুয়াখালীর গলাচিপা উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের ওহাব মৃধার ছেলে। সে ঢাকার খিলগাও এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা শ্রীনগর থানার এসআই অঙ্কুর ভট্টাচার্য বলেন, গ্রেপ্তারকৃত সজিব মৃধাকে আদালতে হাজির করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য