
খেলাধুলা
এক ম্যাচ বাকি রেখেই সিরিজ বাংলাদেশের
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১১:১৮ অপরাহ্ণ | 115 বার পড়া হয়েছে



আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সফরকারীদের ৭৭ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগাররা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাটিং শেষে আয়ারল্যান্ডকে ২০৩ রানের টার্গেট দেয় সাকিব আল হাসানের দল। জবাবে ১২৯/৯-এ শেষ হয় আয়ারল্যান্ডের ইনিংস। বল হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখান সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ । চার ওভারের স্পেলে ২২ রানে পাঁচ উইকেট নেন বাঁহাতি স্পিনার সাকিব। আর চার ওভারে ২৭ রানে তিন উইকেট নেন পেস তারকা তাসকিন আহমেদ।




খেলাধুলা থেকে আরও পড়ুন



খেলাধুলা সর্বাধিক পঠিত

মন্তব্য