শ্রীনগর
শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত-১
শ্রীনগর পোস্ট ডেস্ক
সোমবার, ২২ মে, ২০২৩, ৬:২৭ অপরাহ্ণ | 296 বার পড়া হয়েছে
আরিফ হোসেন : শ্রীনগরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর পৌণে ৩ টার দিকে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাস স্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত চালকের নাম আবু তালেব (৩৫)। সে নারায়ণগঞ্জের জলপাড়ার এলাকার মৃত রেশমত আলীর পুত্র। বেজগাঁও বাস স্ট্যান্ডে এক্সপ্রেসওয়ের ঢাকামূখী লেনে একটি গাংচিল বাসের পিছনে মোটরসাইকেলটি (ঢাকা মেট্রো ল- ২৭৯২২৪) নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যায়।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানা ওসি মোল্লা জাকির হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য