ঢাকা, মঙ্গলবার, ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজনীতি

আমরা আর অশান্তির রাজনীতি চাই না- কুলা উৎসবে মাহী বি.চৌধুরী

শ্রীনগর পোস্ট ডেস্ক

শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ | 237 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ বিকল্পধারার যুগ্ন মহাসচিব মাহী বি.চৌধুরী বলেছেন,আমি বিক্রমপুরের মানুষের উপর বিশ্বাস করি।শান্তির আবাবিল পাখির মতো বিক্রমপুরের মানুষ ৭ জানুয়ারী ভোট বিপ্লবের মাধ্যমে শুধু মাত্র আমাকে নির্বাচিত নয় আমরা জানান দিতে চাই আমরা আর অশান্তির রাজনীতি চাই না। আমরা আর মিথ্যা মামলা-হামলার রাজনীতি চাই না।আমরা জানান দিতে চাই মানুষকে গুম করার রাজনীতি চাই না।খুন করার রাজনীতি চাই না।
বর্তমান পরিস্থিতিতে একজন ভাল মানুষের পক্ষে নির্বাচন করা কঠিন। আপনারা দায়িত¦ না নিলে আমি একা হুন্ডা,গুন্ডার রাজনীতি বন্ধ করতে পারবো না।আপনারা দায়িত্ব নিলে ইনশাল্লাহ পরিবর্তন আসবে। ৭ জানুয়ারী আবারো প্রমাণ করে দিন বিক্রমপুরের মানুষ হুন্ডা,গুন্ডার কাছে মাথা নত করে না।

বৃহস্পতিবার বিকালে সিরাজদিখান উপজেলার কুসুমপুরে কুলা উৎসবে মাহী বি.চৌধুরী আরো বলেন, ২০০২ সালে আমি বিএনপির এমপি থাকাকালে বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া যাওয়ার সময় তাকে স্বাগত জানিয়ে ঢাকা-মাওয়া মহাসড়কে তোরণ নির্মাণ করেছিলাম।এই অপরাধে তখন আমার বাবাকে রাষ্ট্রপতি থেকে বাদ দেওয়া হয়। আজ ২০ বছর পর এসেও আমি তেমন কোন প্রার্থক্য দেখি না। আজ কুলা উৎসব বন্ধ করার জন্য প্রশাসন আমাকে অন্তত ১০ বার ফোন দিয়েছে। অথচ এটি একটি শান্তির মেলা।

মাহী বি.চৌধুরী বলেন, সিরাজদিখানের কুসুমপুরের মাটি থেকে শপথ নিতে চাই। সংসদ,টিভি যেখানেই কথা বলিনা কেন আমি বিক্রমপুরের পোলা সে কথা মাথায় থাকে। আমি বিক্রমপুরের মানুষের মান সন্মান ইজ্জতের রাজনীতি করি। ভিন্ন প্রসঙ্গে তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর হয়ে গেছে। হিন্দু মা বোনরা বলতে পারবেন কারা হিন্দুর সম্পত্তি দখল করেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি গত ৫ বছরে ১ইঞ্চি হিন্দুর সম্পত্তি দখল করতে দেই নাই। আপনারা জানেন সিরাজদিখানে কারা টেটা যুদ্ধ বন্ধ হতে দেয় না।বিক্রমপুরের মানুষকে আল্লাহ তাদের হাত থেকে হেফাজত করুন।

মাহী বি.চৌধুরী বলেন,বিক্রমপুরের ইজ্জত আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। সিদ্ধান্ত আপনাদের। অমিও কথা দিলাম,আমি বিক্রমপুরে আসবো। বিক্রমপুরের মানুষের জন্য রাজনীতি করবো। কে বিএনপি করে আর কে আওয়ামী লীগ করে তা নিয়ে আমার মাথা ব্যাথা নেই।

আমার বাবার মতো আমিও বিক্রমপুরের মানুষকে দল মতের ভিত্তিতে ভাগ করবো না। আমি বলতে চাই,যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হয় সে বিএনপির লোক হোক না কেন,যদি ঘর ছাড়া করা হয়। আমি যেই মার্কার এমপি হইনা কেন রাস্তায় থাকবো,রাজপথে থাকবো। তাদের পাশে থাকবো। কোন মানুষকে আর হয়রানি হতে দিবো না। তিনি আশাবাদ ব্যক্ত করেন রাজনীতি হবে অনন্দের,রাজনীতি হবে ভালবাসার,রাজনীতি হবে শান্তির। কুলা উৎসবে তিনি মা বোনদের উদ্দেশ্যে বলেন,অপনারা এক একজন ১৫ থেকে ২০ ভোটারের দায়িত্ব নিয়ে শান্তির বার্তা পৌছে দিয়ে তাদেরকে ভোট কেন্দ্র নিয়ে আসলে বিক্রমপুরের মানুষ অবশ্যই শান্তিতে ঘুমাতে পারবে।

মন্তব্য

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

শিরোনাম:
আদর্শ ডিগ্রি কলেজে বিজয় দিবস উদযাপন শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন শ্রীনগরে যুবলীগ নেতার ফিলিং স্টেশনের ট্যাংক থেকে শিশু জুনায়েদের লাশ উদ্ধার মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা সদরঘাট যুব ব্যবসায়ী কল্যান পরিষদের মিলন মেলায় মুখরিত পয়শা উচ্চ বিদ্যালয় বাগেরহাট সদর পিএফজি’র  সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরে দুর্বৃত্তদের চিনে ফেলায় অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীর নগ্ন ভিডিও ধারণ রাজাপুর পিএফজি’র সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরে টাকার লোভে সিঙ্গাপুর প্রবাসী রমজানকে অপহরণের পর হত্যা করা হয় শ্রীনগরে মধ্য হাঁসাড়া স্কুলের পঞ্চম শ্রেণির বিদায় অনুষ্ঠান এক্সপ্রেসওয়েতে সাহেদাকে গুলি করে হত্যাকারী তার প্রেমিক অস্ত্র সহ গ্রেপ্তার শ্রীনগরের এক্সপ্রেসওয়ে থেকে এক অজ্ঞাতনামা ভবঘুরে নারীর লাশ উদ্ধার শ্রীনগরে বাসের ধাক্কায় বাইক চালকের মৃত্যুঃঘাতক বাসটি ভাঙ্গা থেকে আটক শ্রীনগরে রমজান মুন্সী হত্যার ঘটনায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা শ্রীনগরে নিখোঁজের ৩ দিন পর সিংগাপুর প্রবাসীর হাত-পা বাধা ভাসমান লাশ উদ্ধার শরণখোলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে মীর সরফত আলী সপু’র লিফলেট বিতরণ শ্রীনগরে বিএনপির বিক্ষোভের মুখে পুলিশী পাহাড়ায় সভা ছেড়ে গেল ইউপি চেয়ারম্যানরা মোংলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু মোড়েলগঞ্জ পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরের তপন ঘোষের ঝুলন্ত লাশ আখাউড়ার সিমান্ত থেকে উদ্ধার শ্রীনগরে ১৮ পিস ইয়াবা সহ যুবদলের যুগ্ন আহবায়ক ও তার সহযোগী আটক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শ্রীনগরে র‌্যালি,পথ সভা শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি আদর্শ ডিগ্রি কলেজের এডহক কমিটির সদস্য হলেন আওলাদ হোসেন উজ্জল নিখোঁজ মাকে ফিরে পেতে ছেলের আকুতি কাদিয়ানীদেরকে রাষ্টীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে-খতমে নবুওয়াত সংরক্ষন কমিটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে পুলিশ পরিচয়ে ডাকাতিঃ গ্রেপ্তার ৬ শ্রীনগরে  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের প্রতিবাদে মানববন্ধন