শ্রীনগর
শ্রীনগরের কুকুটিয়ায় রাস্তা উদ্বোধন
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৪ জুন, ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ | 249 বার পড়া হয়েছে
আরিফ হোসেন : শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাপুটিয়ায় নির্মিত একটি রাস্তার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকালে ইউনিয়নটির ঝাপুটিয়া গ্রামে নির্মিত ওই রাস্তার উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু। এ সময় ইউপি সচিব, ইউপি সদস্যগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অত্র এলাবাসীর যাতায়াতের সুবিধার্থে রাস্তাটি নির্মাণে করা হয়। রাস্তাটি নির্মাণের ফলে স্থানীয়দের দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ হলো। রাস্তা উদ্বোধনের পর ইউপি চেয়ারম্যান মো. বাবুল হোসেন বাবু কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয়ের পাশে আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন ঘর পরির্দশন করেন। উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে কাজের অগ্রগতির সমন্ধে খোঁজ খবর নেন তিনি।
স্থানীয় ইউপি সদস্য মো. তপন শেখ জানান, কুকুটিয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ১২টি ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে।
মন্তব্য