অপরাধনামা
ঢাকার সুধী সমাবেশ থেকে ফেরার পথে শ্রীনগরে দোহারের আওয়ামী লীগ নেতাকর্মীদের মারধর ও বাস ভাংচুর
শ্রীনগর পোস্ট ডেস্ক
রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ণ | 911 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ ঢাকার আওয়ামী লীগের সুধী সমাবেশ থেকে নেতাকর্মীদের নিয়ে ফেরার পথে শ্রীনগরে আরাম পরিবহনের একটি বাস থামিয়ে ভাংচুর ও নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে। রাত সারে ৮টার দিকে উপজেলার কামারগাও পাকা ব্রিজ ও আলামিন বাজারে দু’দফা এই ঘটনা ঘটে ।
জানা গেছে, ঢাকার সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শেষে আগারগাও থেকে আরাম পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১৮) দোহার উপজেলার ফুলতলা মোকসেদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ফিরছিল। বাসটি শ্রীনগর উপজেলার বালাসুর এলাকা আসলে বেশ কয়েকজন মিলে থামায় এবং একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ তুলে। আরাম বাসের চালক রওশন আলী জানান, তার বাসের আগে একই অভিযোগে নগর পরিবহনের আরেকটি বাসকে থামিয়ে রাখে। পরে দুটি বাসকেই তারা ছেড়ে দেয়। কিন্তু কিছুক্ষন পরে মোটরসাইকেলে করে কামারগাও পাকা ব্রিজ এলাকায় এসে আরাম পরিবহনের বাসটি আবার থামায়। সেখানে বাসে উপস্থিত নেতাকর্মীদের অনুরোধে আটককারীরা নিবৃত হলেও সামান্য দুরে আলামিন বাজারে গিয়ে ব্যরিকেট দিয়ে বাসটি ভাংচুর করে। এসময় তারা মোকসেদপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজনকে মারধর করে। ওই সময় সেখানে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। পরে স্থানীয়রা মারধরের শিকার নেতাকর্মীদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। স্থানীয়রা অভিযোগ করেন, কয়েক মিনিটের দুরুত্বে পুলিশ ফারি থাকলেও ঘটনা স্থলে পৌছতে তারা বেশ সময় নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশির নামে এক ছাত্রলীগ নেতা ও তার বন্ধু রাহাতের নেতৃত্বে প্রায় ১৫ থেকে ২০ জন এই ঘটনার ঘটিয়েছে।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, এই ঘটনায় আঃ মান্নান(৭১),মানিক শিকদার(৫৫) ও রনি শেখ (৩৭) চিকিৎসা নিয়েছেন।
নেতাকর্মীদের মারধরের খবর শুনে দোহার উপজেলা আওয়ামী লীগের অনেকেই রাতে শ্রীনগর থানায় ছুটে আসেন। রাত ১১ টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীনগর থানায় লিখিত অভিযোগের প্রস্তুতি চলছিল।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়েবীর জানান, এই ঘটনায় পুলিশ কাজ করছে।
মন্তব্য