
জাতীয়
শ্রীনগরে এসে বাবার কবর জিয়ারত করলেন নব নিযুক্ত হুইপ এ্যাডভোকেট সানজিদা খানম
শ্রীনগর পোস্ট ডেস্ক
শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ | 1121 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হওয়ার পর নিজ এলাকা শ্রীনগরের কবুতরখোলা কবরস্থানে এসে তার বাবা মরহুম সিরাজ উদ্দিন খানের কবর জিয়ারত করেছেন এ্যাডভোকেট সানজিদা খানম। এসময় তিনি কবরবাসীদের জন্য দোয়া করেন।
জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হয়ে প্রথমবার শ্রীনগরে আগমন উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেনের নেতৃত্বে নেতা কর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে স্বাগত জানান। শুক্রবার বেলা ১১ টার দিকে এ্যাডভোকেট সানজিদা খানম শ্রীনগরে আসলে উপজেলা প্রশাসন তাকে ডাকবাংলোর সামনে সন্মাননা প্রদান করে। পরে তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতা কর্মীদের শুভেচ্ছা গ্রহন করেন। দুপুর ১২ টার দিকে নিজ গ্রাম কবুতরখোলা কবরস্থানে এসে মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হুসাইন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ন সম্পাদক ওয়াহিদুর রহমান জিঠু, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সদস্য এম মাহবুব উল্লাহ কিসমত, রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ বারেক খান বারী,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম একুল খান,রাঢ়িখাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ বেপারী,রাঢ়িখাল ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম মেম্বার,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সদস্য পারভেজ কবীর ও স্থানীয় আওয়ামী লীগ,সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য এ্যাডভোকেট সানজিদা খানম দ্বাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে সদস্য নির্বাচিত হন। গত ৩ মার্চ তিনি জাতীয় সংসদের হুইপ নিযুক্ত হয়েছেন।




জাতীয় থেকে আরও পড়ুন



জাতীয় সর্বাধিক পঠিত

মন্তব্য