রাজনীতি
শ্রীনগরে গোলাম সারোয়ার কবিরের সমাবেশে জনস্রোত
শ্রীনগর পোস্ট ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ৭:৩৪ অপরাহ্ণ | 294 বার পড়া হয়েছে
আরিফ হোসেন: শ্রীনগরে ট্রাক প্রতীকের সমাবেশে মানুষের ঢল নামে। বৃহস্পতিবার বিকালে শ্রীনগর সরকারি কলেজ সংলগ্ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রীনগর ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ট্রাকের সমর্থনে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। এতে সভাস্থল জনস্রোতে পরিণত হয়।
শ্রীনগর কলেজ সংলগ্ন মাঠে বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের (শ্রীনগর-সিরাজদিখান) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। তিনি ৭ জানুয়ারীর নির্বাচনে ট্রাক প্রতিকের বিজয়ের লক্ষ্যে ভোটারদের কাছে ভোট চান।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম মালুমের সভাপতিত্বে ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদের সঞ্চালনায় জনসমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ ডালু,যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ,সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, সিরাজদিখান উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মঈনুল হাসান নাহিদ, কেইয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন,চিত্রকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল হোসেন,বাড়ৈখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম হোসেন তালুকদার, রাঢ়িখাল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ,শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ মোহাম্মদ রতন,হাঁসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুকুল,বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির শেখ,উপজেলা ছাত্রলীগ নেতা লিমন,পলাশ প্রমুখ। এ সময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন ।
মন্তব্য