রাজনীতি
শ্রীনগর-সিরাজদিখানে নৌকার প্রাচারণায় শতাধিক আইনজীবী
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩, ৬:১৬ অপরাহ্ণ | 790 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ মুন্সীগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোঃ মহিউদ্দিন আহমেদের পক্ষে নৌকার প্রচারণায় নেমেছেন শতাধিক আইনজীবী। শনিবার দুপুরে প্রচারণার অংশ হিসাবে তারা শ্রীনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভা শেষে ডাকবাংলো,ছনবাড়ি,সিরাজদিখান উপজেলার মালখানগর,মধ্যপাড়া এলাকায় প্রচারণা চালান। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান ও ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাতেন,সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রচি, শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী তোফাজ্জল হোসেন,কেন্দ্রীয় আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য ব্যারিস্টার শিমুল কিবরিয়া, এ্যাডভোকেট কামরুল ইসলাম,শ্রীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সিরাজদিখান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এ্যডভোকেট তাহমিনা আক্তার তুহিন,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ আলী,মুন্সীগঞ্জ জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম,শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমজাদ হোসেন সহ মুন্সীগঞ্জ-১ আসন থেকে ঢাকা ও মুন্সীগঞ্জ আইনজীবী সমিতিতে কর্মরত সদস্য বৃন্দ।
বাংলাদেশ বার কাউন্সিল লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাতেন বলেন,মুন্সীগঞ্জ-১(সিরাজদিখান-শ্রীনগর)আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নির্বাচিত করুন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে নৌকার প্রার্থীকে ভোট দিন।
মন্তব্য