
Uncategorized
কুসুমপুর জাগরণী ক্রীড়া চক্র মাঠে বৃহস্পতিবার দুপুরে বিকল্পধারার কুলা উৎসব
শ্রীনগর পোস্ট ডেস্ক
বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ | 299 বার পড়া হয়েছে



আরিফ হোসেনঃ মাহী বি,চৌধুরীর স্ত্রী-সন্তানদের উদ্যোগে আয়োজিত হয়েছে কুলা উৎসব। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণার শেষ দিনের কয়েক ঘন্টা আগে এই উৎসববের মধ্য দিয়েই শেষ হবে বিকল্পধারার মুন্সীগঞ্জ-১ আসনে গত ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রচারণা শান্তি এক্সপ্রেসের যাত্রা। এর আগে মাহী বি.চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন ৫ জানুয়ারী কেসি রোডের নতুন ধারা প্রকল্পে এই কুলা উৎসবের আয়োজন করা হবে। কিন্তু একদিন এগিয়ে এনে ও স্থান পরিবর্তন করে এই উৎসব হচ্ছে এখন সিরাজদিখান উপজেলার কুসুমপুর জাগরণী ক্রীড়া চক্রের খেলার মাঠে। বৃহস্পতিবার দুপুর ২টায় উৎসব শুরু হবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে মাহী বি.চৌধুরীর স্ত্রী লোপা,মেয়ে শেরাজাদ ও ছেলে আরাস্তালিস। এখানে বিক্রমপুরবাসীদের কাছে বিশেষ করে মা-বোন সহ নতুন ভোটারদেরকে মনের কিছু না বলা কথা বলার জন্যই এই আয়োজন করা হয়েছে। কুলা উৎসবে দেশি ও আন্তর্জাতিক ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। এই উৎসব থেকেই সারা দেশ দেখবে ভিন্ন ধারায়ও রাজনীতি করা যায়। ভোট হবে উৎসবের। বিকল্পধারার বার্তা হচ্ছে শান্তি। বিকল্পধারার নেতারা জানান, বিক্রমপুরের মানুষই নির্ধারণ করবেন কাকে ভোট দিলে তারা শান্তিতে ঘুমাতে পারবেন। বিকল্পধারার নির্বাচন আওয়ামী লীগ-বিএনপির বিরুদ্ধে নয়। এই নির্বাচন বিক্রমপুরের মানুষের জন্য।বিকল্পধারা যে রাজনীতিতে বিশ^াস করে তা-ই করতে চায়। মানুষ হানা হানি পছন্দ করে না। তারা শান্তিতে থাকতে চায়। কুলা উৎসব শেষ মুন্সীগঞ্জ-১ আসনের মানুষ কুলা প্রতিকেই ভোট দিবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।




Uncategorized থেকে আরও পড়ুন

মন্তব্য