ঢাকা, শুক্রবার, ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজনীতি

জিয়ার সন্তান এখনো স্বপ্ন দেখছে দেশকে পাকিস্থান বানাবে —-শ্রীনগরে কৃষিমন্ত্রী

শ্রীনগর পোস্ট ডেস্ক

শনিবার, ২০ মে, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ | 552 বার পড়া হয়েছে

আরিফ হোসেনঃ কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক বলেছেন,পাকিস্থানে একটি ডিমের ডাম ১২০ টাকা,চিনি ২২০ টাকা কেজি। পাকিস্থানের অর্থনীতিবিদরা বলছেন,সেখানকার অর্থনীতি ভেঙ্গে গেছে। পাকিস্থান শেষ,কাঠামো ভেঙ্গে পরেছে। অথচ খুনি জিয়ার সন্তান এখনো স্বপ্ন দেখছে বাংলাদেশকে পাকিস্থান বানাবে। প্রত্যেক দিন ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনা পালানোর পথ পাবে না। অনেক আন্দোলন করেছেন,অগুনে পুড়িয়ে হত্যা করেছেন। দেশ এগিয়ে যাচ্ছে। সহ্য করতে পারছেন না।

দেশে এখন ১৭ কোটি মানুষ,কিন্তু খাদ্যে অভাব নেই। বিএনপি আমলে সারের দাম ছিল ৯০ টাকা কেজি। আমরা তা ২৫ টাকায় নিয়ে আসি। ধানের নতুন জাত উদ্ভাবন হয়েছে। এক বিঘা জমিতে এখন ৩৫ মণ ধান হয়। এগুলো কোন যাদু বলে হয় নাই। আল্লাহর রহমত,আল্লাহ ঢেলে দিয়েছেন।

শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথীর বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। তিনি আরো বলেন, সুনামগঞ্জের হাওরে আগাম বন্যা থেকে ধান রক্ষার জন্য সরকার ৪৫০ টি কমবাইন্ড হারভেস্টার দিয়েছে। একটি হারভেস্টারের দাম ২৮ লাখ টাকা। এতে সরকার দিয়েছে ২১ লাখ আর বাকী ৭ লাখ দিয়েছে কৃষক। নেত্রী বলেছেন আমার গ্রাম,আমার শহর। অন্যদেশের লোকজন আমাদের দেখলে স্যালুট করে। তারা বলে তোমরা কিভাবে খাদ্যে সয়ংসম্পূর্ণ হলা।

সম্মেলন উদ্বোধন করেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মহিউদ্দিন।

শনিবার সকালে শ্রীনগর স্টেডিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মৃণাল কান্তি দাস,মুন্সীগঞ্জ-২ আসনের এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি, সাবেক সংসদ সদস্য এডভোকেট সানজিদা খানম,আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ লুৎফর রহমান, যুগ্ন সম্পাদক সোহানা তাহমিনা, সহ সভাপতি নুরুল আলম চৌধুরী, মুন্সীগঞ্জের মেয়র ফয়সাল বিপ্লব, আওয়ামী লীগের আইন বিষয়ক উপ কমিটির সদস্য ব্যারিস্টার জি কিবরিয়া শিমুল,ঢাকা মহানগর আওয়ামী লীগ (দক্ষিন) সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবির,যুব লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল,মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগেরে সভাপতি আফসার উদ্দিন ভূইয়া প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সেলিম আহমেদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ তোফাজ্জল হোসেন।

মন্তব্য

রাজনীতি থেকে আরও পড়ুন

আরও খবর

রাজনীতি সর্বাধিক পঠিত

শিরোনাম:
পদ্মা সেতু বিদ্যুৎ গ্রিড উপকেন্দ্রে ঢুকে পল্লী বিদ্যুতের ক্ষিপ্ত কর্মকর্তাদের কান্ড ! শ্রীনগরে মসজিদের মোতয়াল্লির পদ থেকে আওয়ামী লীগ নেতার পদত্যাগ দাবীতে মানববন্ধন শ্রীনগরে দ্বিতীয় স্ত্রী পরিচয়ে ঘরে উঠানোর ৪দিন পর মধ্যযুগীয় কায়দায় নির্যাতন বিভাজন তৈরি করেছে ৫ আগস্টের পরাজিত শক্তি ও তাদের দোসররা- শ্রীনগরে রিজভী প্রশাসন এবারের পূজায় আন্তরিক ভাবে দায়িত্ব পালন করছে— স্বরাষ্ট্র উপদেষ্টা শ্রীনগরে অড়িয়ল বিল থেকে ভাসমান লাশ উদ্ধার ও গলায় ফাঁস দিয়ে ২ যুবকের আত্নহত্যা বাগেরহাট সদর পিস ফ্যসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর আয়োজনে আন্তর্জাতিক অহিংস দিবস ২০২৪ উদযাপন বাগেরহাট সদর ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াই.পি.এ.জি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত রাজাপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত বাগেরহাট পিএফজির সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত শ্রীনগরে তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টাঃমাদকাসক্ত আপন চাচা সহ গ্রেপ্তার ৩ শ্রীনগরে রেললাইন থেকে অজ্ঞাত যুবকের দ্বিখন্ডিত লাশ উদ্ধার রাজাপুর পিএফজির উদ্যোগে মানববন্ধন শ্রীনগরে ৩ জনকে কুপিয়ে জখমের ঘটনায় ৩১ জনকে আসামী করে মামলাঃগ্রেপ্তার ১০ শ্রীনগরে ড্রেজার নিয়ে দ্বন্দ্বঃইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সহ ৩ জনকে কুপিয়ে জখম শ্রীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রথম সভা সাতক্ষীরা সদর পিএফজির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনের আবাসিক প্রশিক্ষণ সম্পন্ন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে শপথ নিলেন এম মাহবুব উল্লাহ কিসমত শ্রীনগরের রিচি জাতীয় শিক্ষা সপ্তাহে নির্ধারিত বক্তৃতায় সারা দেশে তৃতীয় হয়েছে শ্রীনগরে মোবাইল ফোন চুরির অপবাদে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনঃ গ্রেপ্তার ১ শ্রীনগরের সন্তান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর আজ ৮৯ তম জন্মদিন শ্রীনগরে খাস জমির লীজ নিয়ে সালিশঃপ্রতিপক্ষের মারধরে হাসপাতালে ১ জনের মৃত্যু আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন শ্রীনগরে ট্রেনের ধাক্কায় নারী নিহতঃ দুর্ঘটনা নাকি আত্নহত্যা? শ্রীনগরে আটপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মানববন্ধন সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাতক্ষীরায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ গঠিত শ্রীনগরে মাহবুব উল্লাহ কিসমত,এ্যাডভোকেট কামরুল হাসান ও সামছুন নাহার সুমি জয়ী শ্রীনগর উপজেলা নির্বাচনে থাকছেন ১৬ জন ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৫শ সদস্য বটিয়াঘাটা পিএফজির পক্ষ থেকে মানববন্ধ ও লিফলেট বিতরন কর্মসূচি শ্রীনগরে প্রেমে প্রতারিত হয়ে কলেজ ছাত্রীর আত্নহত্যা