রাজনীতি
ঢাকার বনানীতে গ্রেপ্তার হওয়া বিএনপির ৫৩ নেতাকর্মীকে শ্রীনগরে ফুলেল শুভেচ্ছা
শ্রীনগর পোস্ট ডেস্ক
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩, ৬:৫৪ অপরাহ্ণ | 803 বার পড়া হয়েছে
আরিফ হোসেনঃ গত ১৯ মার্চ রাতে ঢাকার বনানী ক্লাব থেকে গ্রেপ্তার হওয়া শ্রীনগর-সিরাজদিখান উপজেলা বিএনপির ৫৩ নেতাকর্মীকে শ্রীনগরে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শনিবার দুপুর ২টায় শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের উত্তর কোলাপাড়া গ্রামে শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর আয়োজনে তার নিজ বাড়িতে এসব নেতাকর্মীদের শুভেচ্ছা জানানো হয়। এসময় অনুষ্ঠানটি নেতা কর্মীদের ঈদ পুনর্মিলনীতে পরিণত হয়।
শুভেচ্ছা প্রদান ও ঈদ পুনর্মিলনীতে অংশ গ্রহন করেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরেন, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা সেলিম হোসেন খান, বিএনপি নেতা মুজাহিদ,সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, আওলাদ হোসেন মোল্লা, সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, সাবেক আহবায়ক কমিটির সদস্য আব্দুল খালেক শিকদার, আজিজুল হক খান, দেলোয়ার হোসেন ভূঁইয়া, জাহিদুল ইসলাম, শিলা কামাল, মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মুস্তাফিজুর রহমান রিপন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক আব্দুল জামান চৌধুরী আদিত্য, সিরাজদিখান থানা ছাত্রদলের আহবায়ক হিমেল মল্লিক, যুগ্ন আহবায়ক রিয়াদ মোল্লা, মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব মোল্লা,ইছাপুরা ইউনিয়ন পরিষদের সাবেক সভাপতি কাজী কামরুজ্জামান লিপু, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক প্রিন্স নাদিম, সহ-সম্পাদক জহির খান, যুবদল নেতা মঈনুল ইসলাম, সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম, সাবেক সভাপতি নাফিজ খান প্রমুখ।
বনানী থানা পুলিশ ও ডিবি’র হাতে আটক নেতা কর্মীরা ওই দিন শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মমিন আলীর আমন্ত্রনে বনানী ক্লাবে নৈশ ভোজে অংশ গ্রহন করতে সমবেত হয়েছিলেন। সম্প্রতি কয়েক ধাপে তাদের জামিন মঞ্জুর করে আদালত।
মন্তব্য